এমএস ধোনি: এক নাম, অনেক স্মৃতি! মাহির অবসরে বিশেষ ভিডিয়ো ICC-র

ধোনির কীর্তিকে কুর্নিশ জানাল আইসিসিও।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 16, 2020, 01:12 AM IST
এমএস ধোনি: এক নাম, অনেক স্মৃতি! মাহির অবসরে বিশেষ ভিডিয়ো ICC-র
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: ২০১১ বিশ্বকাপের ফাইনালে ছক্কা মেরে ধোনি যখন ২৮ বছর পর ভারতকে বিশ্বজয়ের স্বাদ এনে দেয় তখন টেলিভিশন কমেন্ট্রি বক্স থেকে রবি শাস্ত্রী বলেছিলেন ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল .... হ্যাঁ সত্যিই তাই... কেরিয়ারের ফিনিশিং পয়েন্টে এসেও সেই কুল। কিন্তু স্টাইল একেবারে অন্যরকম... কোনও সাংবাদিক সম্মেলন নয়, নয় কোনও সোজাসাপটা টুইট। বেছে নিলেন ইনস্টাগ্রামকে। গানের ছন্দে ক্রিকেটিয় মুহূর্তের কোলাজ তুলে ধরে চুপিসারে বলে দিলেন.. বিদায়।

একটা শব্দই যথেষ্ট। এমএসডি বরাবরই একটা কথা বলতেন, স্টিক টু দ্য বেসিক। অবসর ঘোষণাতেও সেই বেসিক বজায় রাখলেন।   মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক  যিনি তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।

ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।

এ হেন ধোনির কীর্তিকে কুর্নিশ জানাল আইসিসিও। এমএস ধোনি: এক নাম, অনেক স্মৃতি! মাহির অবসরে বিশেষ ভিডিয়ো প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আরও পড়ুন - আন্তর্জাতিক কেরিয়ারের ফিনিশিংয়েও 'কুল' ক্যাপ্টেন! কী বলছেন সচিন, কোহলিরা

.