অভিনব মুকুন্দকে নিয়ে নানা রসিকতা সোশ্যাল মিডিয়ায়
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে শুরু হওয়ার পরই সোশ্যাল মিডিয়ার মূল আলোচনার বিষয় হয়ে যায় একটাই নাম নিয়ে। অভিনব মুকুন্দ। ভারতীয় দলের ওপেনার মুরলী বিজয় চোটের জন্য বেঙ্গালুরু টেস্টে খেলছেন না। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ওপেনারের ভূমিকায় অভিনব মুকুন্দ। এদিন মাত্র ৮ বল খেলেই মিচেল স্টার্কের বলে কোনও রান না করেই আউট হয়ে যান তিনি। তাহলে তাঁকে নিয়ে এত আলোচনা কেন?
ওয়েব ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে শুরু হওয়ার পরই সোশ্যাল মিডিয়ার মূল আলোচনার বিষয় হয়ে যায় একটাই নাম নিয়ে। অভিনব মুকুন্দ। ভারতীয় দলের ওপেনার মুরলী বিজয় চোটের জন্য বেঙ্গালুরু টেস্টে খেলছেন না। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ওপেনারের ভূমিকায় অভিনব মুকুন্দ। এদিন মাত্র ৮ বল খেলেই মিচেল স্টার্কের বলে কোনও রান না করেই আউট হয়ে যান তিনি। তাহলে তাঁকে নিয়ে এত আলোচনা কেন?
আরও পড়ুন মর্গানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৫ রানে জয় ইংরেজদের
কারণ, মুকুন্দ এর আগে ভারতীয় দলের হয়ে শেষ টেস্টটি খেলেছেন সেই ২০১১ সালে। মাঝে কেটে গিয়েছে ৫৬ টি টেস্ট! তারপর কোনও ক্রিকেটার ভারতীয় দলে কামব্যাক করে কিনা ০ রানেই আউট হয়ে গেলেন! তাও মাত্র আটটি বল খেলে! তাই নানারকম রসিকতার টুইট শুরু হয়ে যায়। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে, '২০৪২ দিন পর টেস্ট খেলতে ফিরে কিনা এই!' বীরেন্দ্র সেহবাগ টুইট করেন, 'ভাগ্যের জোরেই এই টেস্টে খেলছে মুকুন্দ। কিন্তু ওর ভাগ্য খুব তাড়াতাড়ি রান আউট হয়ে গেল!' বলিউডের অভিনেতা বোমান ইরানি আবার টুইট করেছেন, '৫৬ টেস্ট বাদে দলে ফিরেছো। তাই ফিল্ডিংটাতে দেখিয়ে দাও। আর দ্বিতীয় ইনিংস তো পাবেই।' সব মিলিয়ে শনিবারের সকালটায় অভিনবভাবে মুকুন্দময়।
আরও পড়ুন বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে চাপে ভারত অধিনায়ক বিরাট কোহলি