ভারতীয় ক্রিকেট দলে বিভাজন স্পষ্ট

ধোনি এবং বীরেন্দ্র সেওয়াগের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। ড্রেসিং রুম সুত্রের খবর শ্রীলঙ্কা ম্যাচে রোহিত শর্মাকে দলে ঢোকাতে চেয়েছিলেন ধোনি। কিন্তু সেই ম্যাচের অধিনায়ক সেওয়াগ দলে ৩ জন সিনিয়রকে খেলাতে চেয়েছিলেন। পরে অবশ্য সেওয়াগের কথাই রাখা হয়।

Updated By: Feb 22, 2012, 10:00 PM IST

ধোনি এবং বীরেন্দ্র সেওয়াগের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। ড্রেসিং রুম সুত্রের খবর শ্রীলঙ্কা ম্যাচে রোহিত শর্মাকে দলে ঢোকাতে চেয়েছিলেন ধোনি। কিন্তু সেই ম্যাচের অধিনায়ক সেওয়াগ দলে ৩ জন সিনিয়রকে খেলাতে চেয়েছিলেন। পরে অবশ্য সেওয়াগের কথাই রাখা হয়।
অন্যদিকে দলে রোটেশন পদ্ধতি নিয়েও ২ জনের মধ্যে যে একটা সমস্যা রয়েছে সেটা সেওয়াগের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। শ্রীলঙ্কা ম্যাচের পর বীরু জানিয়েছেন খারাপ ফিল্ডিংয়ের জন্য তাঁদের দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ধোনি জানাননি। বীরুর বক্তব্য ধোনি বলেছিলেন তরুণদের সুযোগ দেওয়ার জন্য সিনিয়ারদের বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে দলে ক্রিকেটারদের মধ্যে কোন বিভাজন নেই বলে বোর্ড সভাপতির দাবি। 

.