গায়ক ধোনিই ব্যাটসম্যান ধোনি ধামাকার `সিক্রেট`

ক্যাপ্টেন কুলের ব্যাটিংয়ের সময় সুপারকুল থাকার রহস্য অবশেষে ফাঁস হল। বোলার যখন দৌড় শুরু করেন ধোনিও নাকি তখন গুনগুন করে গান গাইতে শুরু করেন। আর বোলার বল ছাড়ার ঠিক আগের মুহূর্তে তাঁর যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত হয় বলের উপর। 

Updated By: May 5, 2013, 05:52 PM IST

ক্যাপ্টেন কুলের ব্যাটিংয়ের সময় সুপারকুল থাকার রহস্য অবশেষে ফাঁস হল। বোলার যখন দৌড় শুরু করেন ধোনিও নাকি তখন গুনগুন করে গান গাইতে শুরু করেন। আর বোলার বল ছাড়ার ঠিক আগের মুহূর্তে তাঁর যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত হয় বলের উপর। 
মাহি জানিয়েছেন, ব্যাট করার সময় নানান ধরনের চিন্তা ভাবনা তাঁর মাথায় ঘুরপাক খেতে থাকে। আর সে কারণেই বলের উপর মনোনিবেশ করার জন্য তিনি গানকে হাতিয়ার করে থাকেন।
ভারতীয় দলের প্রাক্তন মনোবিদ রুডি ওয়েবস্টারের লেখা `থিঙ্ক লাইক আ চ্যাম্পিয়ন` বইতে এমনটাই জানিয়েছেন ধোনি। ভারত অধিনায়ক বলেন, চাপ নিয়ে খেলতে তিনি সবসময়ই ভালোবাসেন। কারন চাপ তাঁর সেরা পারফরম্যান্সটা বের করে আনে। অধিনায়ক হিসাবে সাফল্য পাওয়ার রহস্যটাও ব্যাখ্যা করেছেন মাহি। 
এই প্রসঙ্গে ধোনি বলেন, তিনি নিজেকে একজন টিম ম্যান হিসাবেই দেখেন। তাই সতীর্থদের নিয়ে যেকোনও কঠিন কাজ উতরে দিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। 

.