Dinesh Karthik's Wife Emotional Breaks Down: 'বেরিয়ে আসা...' ভাঙার কষ্টে বুক ফাটল তারকা ক্রিকেটারের স্ত্রীর, অঝোরে কাঁদছেন...

Dinesh Karthik's Wife Emotional Breaks Down: দীনেশ কার্তিকের স্ত্রী ক্য়ামেরার সামনেই ভেঙে পড়লেন। পারলেন না এই কষ্ট আর নিতে।

Updated By: May 24, 2024, 07:00 PM IST
Dinesh Karthik's Wife Emotional Breaks Down: 'বেরিয়ে আসা...' ভাঙার কষ্টে বুক ফাটল তারকা ক্রিকেটারের স্ত্রীর, অঝোরে কাঁদছেন...
অঝোরে কাঁদছেন দীপিকা পাল্লিকল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ সেবক তিনি। ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে আগুন ঝলসেছেন সবুজ ঘাসে। কথা হচ্ছে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিককে (Dinesh Karthik) নিয়ে। ৩৮ বছরের তামিলনাড়ুর ক্রিকেটার ২০২২ সালের পর আর দেশের জার্সিতে খেলেননি। তিনি ভারতীয় ক্রিকেটের বিরল উইকেটকিপার-ব্য়াটার। বিরল এই কারণেই, তিনি সারা বছর ধারাভাষ্য়কার কিংবা ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে কোনও চ্য়ানেলের হয়ে কাজ করেন। আইপিএল হলেই তিনি উদয় হন। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ইন্টারভিউ নেওয়া লোকটাই তাঁদের সঙ্গে বা বিরুদ্ধে খেলতে শুরু করে দেন। আর আইপিএলেই এহেন দীনেশ ঘুমন্ত থেকে জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠেন বারবার। 

আরও পড়ুন: Politics In Indian Cricket: ভারতীয় ক্রিকেটে চরম রাজনীতি ! বিস্ফোরক খোদ দ্রাবিড়ের সংসারের লোক, বিশ্বকে জানালেন বিদেশি কোচ

দীনেশকে আর দেখা যাবে না আইপিএলে। গত বুধবার রাজস্থান রয়্য়ালসের কাছে এলিমিনেটরে হেরেই রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুকে বেরিয়ে যেতে হয়েছে চলতি আইপিএল থেকে। কার্তিক আইপিএলে শেষ ম্য়াচ খেলে ফেললেন। লিগকে বললেন গুডবাই। তাঁকে সতীর্থরা মাঠে দিলেন 'গার্ড অফ অনার'! দীনেশের জন্য় একটি আবেগি ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানে বক্তব্য় রেখেছে দীনেশের স্ত্রী দীপিকা পাল্লিকলও। এক সময়ে স্কোয়াশ ব়্য়াকেট হাতে প্রতিপক্ষের ঘুম ছুটিয়েছেন দীপিকা। স্বামীর বিদায়বেলায় দীপিকা নিজেকে সামলাতে পারেননি। ক্য়ামেরার সামনেই অঝোরে কেঁদে ফেলেছেন তিনি। আরসিবি-র সঙ্গে দীনেশের এই ভাঙার কষ্ট নিতে পারেননি দীপিকা! তিনি এই সাক্ষাৎকারেই বলেছেন যে, 'দীনেশের পক্ষে বেরিয়ে আসা কঠিন হবে।'

দীনেশ ২০০৭ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ছোটবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেন তিনি। কিন্তু নিকিতা আরেক ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে ভালবেসে ফেলেছিলেন। এরপর নিকিতা-দীনেশের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। নিকিতা বিয়ে করেন মুরলীকে। কার্তিক ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ে করেন দেশের চ্যাম্পিয়ন স্কোয়াশ খেলোয়াড় দীপিকাকে। দীনেশ-দীপিকা সুখেই ঘর করছেন। তাঁদের ঘর আলো করে এসেছে দুই যমজ সন্তানও। দীনেশের সঙ্গে পরিচয়ের আগে ক্রিকেট কোনওদিনই পছন্দ ছিল না দীপিকার। তিনি মনে করতেন ক্রিকেট নিয়ে দেশে মাতামাতির জন্যই অন্য খেলাকে গুরুত্ব হারিয়েছে। তবে ক্রিকেট অপছন্দ হলেও ভারতের এই তারকা ক্রিকেটারটিকে মনে ধরেছিল দীপিকার। ২০০৮ সালে এক ম্যারাথনে প্রথম দেখা হয় দীনেশ-দীপিকার। দ্বিতীয় বার দেখা হয় ঠিক এর পাঁচবছর পর, ২০১৩ সালে। চেন্নাইয়ে শঙ্কর বসুর মাভেরিক জিমে সেই সাক্ষাত্ গড়ায় বন্ধুত্বে। ঘটনাচক্রে দুজনেরই ফিটনেস ট্রেনার ছিলেন শঙ্কর বসু। ওই বছর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডে দীপিকা যখন ট্রেনিংয়ে যান তখন সঙ্গে গিয়েছিলেন দীনেশও। বিদেশেই প্রেমে পড়েন দুজনে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর জুন মাসে দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন দীনেশ। ১৫ নভেম্বর হয় এনগেজমেন্ট।

আরও পড়ুন: Viral Video | Nita Ambani | Mumbai Indians: নীতার সংসারে চরমে অশান্তি! 'হতাশ' মালকিনের ফুটন্ত আলোচনা, ভাইরাল ভিডিয়ো সামনে
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.