'চ্যাম্পিয়ন সং'এ ডয়েন ব্রাভোর ডি জে অবতার ( দেখুন আসল গানের ভিডিও)
ওয়েস্ট ইন্ডিজ তখন কাপ থেকে মাত্র ১৯ রান দূরে। হাতে ৬টি বল। পরপর ৪ বলে ৪ ছক্কা। গুঁড়িয়ে গেলেন স্টোকস। অতিমানবীয় এক ঘটনার সাক্ষী হল ইডেন গার্ডেনস। এনটারটেইনমেন্ট এখানেই শেষ নয়। কাপ জয়ের পর কলকাতা 'লাইভ' দেখল অল রাউন্ডার ব্রাভোর 'ডি জে' অবতার।
!['চ্যাম্পিয়ন সং'এ ডয়েন ব্রাভোর ডি জে অবতার ( দেখুন আসল গানের ভিডিও) 'চ্যাম্পিয়ন সং'এ ডয়েন ব্রাভোর ডি জে অবতার ( দেখুন আসল গানের ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/05/52750-01bravo.jpg)
ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ তখন কাপ থেকে মাত্র ১৯ রান দূরে। হাতে ৬টি বল। পরপর ৪ বলে ৪ ছক্কা। গুঁড়িয়ে গেলেন স্টোকস। অতিমানবীয় এক ঘটনার সাক্ষী হল ইডেন গার্ডেনস। এনটারটেইনমেন্ট এখানেই শেষ নয়। কাপ জয়ের পর কলকাতা 'লাইভ' দেখল অল রাউন্ডার ব্রাভোর 'ডি জে' অবতার।
'Everybody Knows Bravo Is Champion'...গানের সঙ্গে ক্যালিপসো করলেন ক্যারিবিয়ান শিবির। মাঠে না থাকলেও ঘরে বসেই চ্যাম্পিয়ন সং-এ কোমর দোলালেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড ও পৃথিবীর দ্রুততম মানব উসেইন বোল্ট। বিশ্বকাপের শেষে ক্রিকেটপ্রেমীরা ক্যারিবিয়ানদের যে চ্যাম্পিয়ন সং-এ মত্ত, দেখে নিন সেই গানের আসল ভিডিও। এক সপ্তাহ আগেই রিলিজ হয়েছে ডয়েন ব্রাভোর এই ভিডিও।