টি-টোয়েন্টি বিশ্ব একাদশের ক্যাপ্টেন বিরাট, টুয়েলভ ম্যান মুস্তাফিজুর

ক্রিকেটের নাট্যচিত্রে বিরাটোচিত অধ্যায়ে আরও এক পালক। টি-টোয়েন্টি বিশ্ব একাদশের ক্যাপ্টেন নির্বাচিত হলেন টুর্নামেন্টের সেরা 'ট্র্যাজিক হিরো' বিরাট কোহলি। ১২ জনের দলে ভারতের রয়েছেন আরও একজন। অভিজ্ঞ বাহাতি পেস বোলার আশীষ নেহেরা। বিশ্ব একাদশে আধিক্য ইংল্যান্ড খেলোয়াড়দেরই। পাকিস্তান এবং শ্রীলঙ্কার কেউই এই দলে নেই। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের রয়েছেন মাত্র ১ জন করে। ওয়েস্ট ইন্ডিজের আছেন ২। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায়ী শেন ওয়াটসন রয়েছেন এই দলে। টুয়েলভ ম্যান বাংলাদেশের বাহাতি বোলার মুস্তাফিজুর রহমান।

Updated By: Apr 4, 2016, 05:19 PM IST
টি-টোয়েন্টি বিশ্ব একাদশের ক্যাপ্টেন বিরাট, টুয়েলভ ম্যান মুস্তাফিজুর

ওয়েব ডেস্ক: ক্রিকেটের নাট্যচিত্রে বিরাটোচিত অধ্যায়ে আরও এক পালক। টি-টোয়েন্টি বিশ্ব একাদশের ক্যাপ্টেন নির্বাচিত হলেন টুর্নামেন্টের সেরা 'ট্র্যাজিক হিরো' বিরাট কোহলি। ১২ জনের দলে ভারতের রয়েছেন আরও একজন। অভিজ্ঞ বাহাতি পেস বোলার আশীষ নেহেরা। বিশ্ব একাদশে আধিক্য ইংল্যান্ড খেলোয়াড়দেরই। পাকিস্তান এবং শ্রীলঙ্কার কেউই এই দলে নেই। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের রয়েছেন মাত্র ১ জন করে। ওয়েস্ট ইন্ডিজের আছেন ২। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায়ী শেন ওয়াটসন রয়েছেন এই দলে। টুয়েলভ ম্যান বাংলাদেশের বাহাতি বোলার মুস্তাফিজুর রহমান।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্ব একাদশ-

জেসন রয় (ইংল্যান্ড)
ক্যুইনটন ডি কক (দক্ষিণ আফ্রিকা-উইকেট কিপার)
বিরাট কোহলি (ভারত) (দলের অধিনায়ক)
জো রুট (ইংল্যান্ড)
জস বাটলার (ইংল্যান্ড)
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
অ্যান্ড্রু রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
মিচেল স্যান্টনার (নিউ জিল্যান্ড)
ড্যাভিড উইলি (ইংল্যান্ড)
স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
আশীষ নেহেরা (ভারত)
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

.