Sunil Chhetri: ফিফা-র চোখ রাঙানি! নির্বাসনের হুমকি, এবার বড় কথা বলে দিলেন ক্যাপ্টেন

সুনীল আসন্ন ডুরান্ড কাপে অংশ নিচ্ছেন। তিনি জানিয়েছেন যে, ভারতের প্রায় প্রতিটি টুর্নামেন্ট জেতা হলেও, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট জেতার স্বাদ পাননি তিনি। তাই সুনীলের এখন পাখির চোখ ডুরান্ডে।  

Updated By: Aug 14, 2022, 07:02 PM IST
Sunil Chhetri: ফিফা-র চোখ রাঙানি! নির্বাসনের হুমকি, এবার বড় কথা বলে দিলেন ক্যাপ্টেন
সুনীলের থেকে চলে এল বড় আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে (FIFA) তৃতীয় পক্ষের হস্তক্ষেপে রীতিমতো বিরক্ত ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের কথা মেনে না চললে, চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়া হবে। এখানেই শেষ নয়। ফিফা এও বলেছে যে, অনির্দিষ্টকালের জন্য এআইএফএফ-কে নির্বাসিত করতে পারে তারা। ফিফার সাফ কথা, ফিফার সংবিধান মেনেই ফেডারেশন নির্বাচন করতে বাধ‌্য। এর অন্যথা হবে না। ফিফা-র চোখ রাঙানির ব্যাপারে এবার বড় কথা বলে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

বেঙ্গালুরু এফসি-র নতুন মরশুম শুরুর আগে সুনীল ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। সুনীল ,'আমি ছেলেদেরকে একটাই পরামর্শ দিয়েছি। ফিফার নির্বাসনের বিষয় নিয়ে খুব একটা মাথা না ঘামাতে। কারণ এটা ওদের নিয়ন্ত্রণের বাইরে। যারা এর সঙ্গে জড়িত, তারা সেরাটাই চেষ্টা করবে যাতে সেরা ফলফল আসে। সবাই কঠোর পরিশ্রম করছে এটা নিয়ে। প্লেয়াররাও ভাবিত। আমরা ওদের বলেছি যে,সবাই যেন নিজের কাজটা ঠিক ভাবে করে। আমাদের নিশ্চিত করতে হবে, যে, আমরা প্লেয়ার হিসাবে আরও ভাল হতে পারি। যখনই দেশ বা ক্লাবকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, তারা যেন নিজেদের সেরাটাই মাঠে দেয়। সর্বভারতীয় ফেডারেশন সব দিক থেকে চেষ্টা করছে যাতে, আমাদের তেরঙা উড়তে থাকে।'

ফিফা জানিয়েছে যে, তারা জানতে পেরেছে, ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত ইস‌্যুতে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে, সেখানে ফিফার নিয়ম এবং সংবিধানকে মানা হচ্ছে না। সুপ্রিম রায় বেশ কিছু নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে। যা মেনে নিতে পারছে না ফিফা। ফিফা জানিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশন নির্বাচন প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে কিনা! ফিফা এমনটাই নির্দেশ দিয়েছে। অন্যদিকে সুনীল আসন্ন ডুরান্ড কাপে অংশ নিচ্ছেন। তিনি জানিয়েছেন যে, ভারতের প্রায় প্রতিটি টুর্নামেন্ট জেতা হলেও, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট জেতার স্বাদ পাননি তিনি। তাই সুনীলের এখন পাখির চোখ ডুরান্ডে। দেখা যাক সুনীল এবার তাঁর অপূর্ণ স্বপ্নপূরণ করতে পারেন কিনা! তবে সুনীলের ফ্যানরা তাঁকে মাঠে দেখার জন্যই মুখিয়ে থাকেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.