গুরুতর অসুস্থ সিধু ভর্তি হাসপাতালে

প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ নভজোত্‍ সিং সিধু স্নায়ুর সমস্যায় ভর্তি হাসপাতালে। শিরায় রক্তচাপজনিত সমস্যার কারণে সিধুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন,  Navjot Singh Sidhu admitted to Hospital with a clot in his deep vein, a condition called acute deep vein thrombosis (DVT)।

Updated By: Oct 6, 2015, 09:44 PM IST
গুরুতর অসুস্থ সিধু ভর্তি হাসপাতালে

ওয়েব ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ নভজোত্‍ সিং সিধু স্নায়ুর সমস্যায় ভর্তি হাসপাতালে। শিরায় রক্তচাপজনিত সমস্যার কারণে সিধুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন,  Navjot Singh Sidhu admitted to Hospital with a clot in his deep vein, a condition called acute deep vein thrombosis (DVT)।

তবে আশঙ্কাজনক অবস্থা কাটার পর  হাসপাতালের বেডে শুয়েই নিজের টুইটারে সিধু লেখেন, এখনও আমি নট আউট। সিধুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিত্‍সকরা জানিয়েছেন।

.