অবসর নিতে পারেন দ্রাবিড়

অ্যাডিলেডেই সম্ভবত নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেললেন রাহুল দ্রাবিড়। একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী কয়েকজন সতীর্থর কাছে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দ্রাবিড়। তবে অবসরের ব্যাপারে ভারতে এসে তিনি চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সংবাদ সংস্থার দাবি ভারতীয় বোর্ড এবং পরিবারের সঙ্গে আলোচনা করেই অবসর নেবেন দ্রাবিড়। যদিও বোর্ড কর্তারা এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Updated By: Jan 27, 2012, 11:19 PM IST

অ্যাডিলেডেই সম্ভবত নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেললেন রাহুল দ্রাবিড়। একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী কয়েকজন সতীর্থর কাছে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দ্রাবিড়। তবে অবসরের ব্যাপারে ভারতে এসে তিনি চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সংবাদ সংস্থার দাবি ভারতীয় বোর্ড এবং পরিবারের সঙ্গে আলোচনা করেই অবসর নেবেন দ্রাবিড়। যদিও বোর্ড কর্তারা এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। দ্রাবিড় এই মুহুর্তে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী। টেস্টে ১৩ হাজার ২৮৮ রান করে সচিনের পরেই আছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ায় খেলতে আসার আগে দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন অ্যাডিলেডেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে পারেন। তাই অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে সাফল্য পেতেও মরিয়া ছিলেন। কিন্তু ক্যারিয়ারের অন্তিম লগ্নটা খুব একটা সুখকর হল না দ্রাবিড়ের। গোটা সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।

.