ফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই জোকোভিচ ৬-৩, ৩-৬, ৬-৭, ৬-১, ৭-৫ হারিয়ে দেন অ্যান্ডি মারেকে। প্রথম সেটে সহজ জয় পেলেও পরপর দুটি সেট হেরে চাপে পড়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ।

Updated By: Jan 27, 2012, 11:08 PM IST

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই জোকোভিচ ৬-৩, ৩-৬, ৬-৭, ৬-১, ৭-৫ হারিয়ে দেন অ্যান্ডি মারেকে। প্রথম সেটে সহজ জয় পেলেও পরপর দুটি সেট হেরে চাপে পড়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ। এরপর অবশ্য চতুর্থ সেটে মারেকে উড়িয়ে দিয়ে ম্যাচে ফেরেন তিনি। পঞ্চম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন জোকোভিচ। অপরদিকে মহিলাদের ডাবলসের খেতাব জিতলেন রাশিয়ার সেতলানা কুজনেত্সোভা ও ভেরা ভোনারেভা জুটি। ফাইনালে তাঁরা ৫-৭, ৬-৪, ৬-৩ হারিয়ে দেন ইতালির ভিনসি-এরানি জুটিকে।

.