আই লিগে চেন্নাই এফসি'কে ৭-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

শনিবার যুবভারতীতে ৭-১ স্কোরলাইন মনে করিয়ে দিল ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি-ব্রাজিল ম্যাচের কথা। এবারের আই লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটাই। এদিন ডুডুর হ্যাটট্রিকের সৌজন্যে ৭-১ গোলে ম্যাচ জিতে আই লিগের পয়েন্ট টেবিল একধাপ ওপরে উঠে এল ইস্টবেঙ্গল। 

Updated By: Feb 24, 2018, 04:28 PM IST
আই লিগে চেন্নাই এফসি'কে ৭-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

ওয়েব ডেস্ক:  ডুডুর ৪ গোল, ইস্টবেঙ্গলের ৭ গোল। বসন্ত উত্সবের আগেই রামধনু রঙে রাঙা হয়ে উঠল লাল-হলুদ। চেন্নাই এফসিকে ৭-১ গোলে হারিয়ে আই লিগের খেতাবি লড়াইয়ে মিনার্ভার ওপর চাপ বাড়াল খালিদ জামিলের ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে লিগ টেবিলে দু'নম্বরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। 

চেন্নাই ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ ফুটবলারদের আগ্রাসী মানসিকাতার কথা বলে উদ্বুদ্ধ করেছিলেন। আমনা-কাটসুমির ওপর বাড়তি দায়িত্ব দিয়েছিলেন। শনিবার ভর দুপুরে যুবভারতীতে ম্যাচের ২০ মিনিটে সেই আল আমনার গোলেই প্রথম এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 

৩ মিনিট পরেই রাভানানের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ডুডু শো যুবভারতীতে। ৩২ থেকে ৬১ মিনিটের মধ্যে চারটি গোল করলেন ডুডু ওমেগবামি।এবারের আই লিগের প্রথম হ্যাটট্রিক করলেন ডুডু'ই।  

৫৯ মিনিটে চেন্নাইয়ে হয়ে শরিফের স্বান্তনা গোল ছাড়া বাকিটা লাল-হলুদ ঝড়ে উড়ে গেল চেন্নাই এক্সপ্রেস। ৮৪ মিনিটে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ।  

শনিবার যুবভারতীতে ৭-১ স্কোরলাইন মনে করিয়ে দিল ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি-ব্রাজিল ম্যাচের কথা। এবারের আই লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটাই। এদিন ডুডুর হ্যাটট্রিকের সৌজন্যে ৭-১ গোলে ম্যাচ জিতে আই লিগের পয়েন্ট টেবিল একধাপ ওপরে উঠে এল ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন- নাইটদের নেতা কে? জানা ‌যাবে ৪ মার্চ

১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে নেরোকা। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দু'ম্বরে ইস্টবেঙ্গল আর এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়েই তিন নম্বরে মিনার্ভা।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.