COVID-19: দু'বেলা করে প্রতিদিন ৫০০ মানুষের মুখে খাবার তুলে দেবে East Bengal
এদিন ক্লাব তাঁবুতে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার চন্দন দাস।
নিজস্ব প্রতিবেদন: গতবারের মতো এবারও মানবিক ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। করোনা কালে লকডাউন পরিস্থিতিতে এবারলে যুদ্ধের ময়দানে লাল-হলুদ। লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, টানা ১ মাস রোজ দু'বেলা করে ৫০০ মানুষের মুখে খাবার তুলে দেবে তারা। শুক্রবার থেকে সেই মহান উদ্যেগ শুরু করে দিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: বাবার ক্লাব East Bengal, ছেলেকে সই করাল Manchester City
এদিন ক্লাব তাঁবুতে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার চন্দন দাস। তিনি রান্না করা ফুড প্যাকেট তুলে দেন দুঃস্থদের পাশে। এর পাশাপাশি ময়দানের সকল মালি ও মাঠ কর্মীদেরও খাবার দেওয়ার ব্যবস্থা করেছে ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে আজ প্রায় ১০০ প্যাকেট খাবার দিয়েছে ইস্টবেঙ্গল। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাবে তারা। শতবর্ষের ইস্টবেঙ্গল অতিমারিতে কাউকে অভুক্ত না থাকতে দেবে না বলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।