লকডাউনে দলবদল! মোহনবাগানের ঘর ভাঙা শুরু করে দিল ইস্টবেঙ্গল
তেমনই নতুন মরশুমে ইস্টবেঙ্গলের তুরুপের তাস হতে পারে পাঞ্জাবি ব্রিগেড।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![লকডাউনে দলবদল! মোহনবাগানের ঘর ভাঙা শুরু করে দিল ইস্টবেঙ্গল লকডাউনে দলবদল! মোহনবাগানের ঘর ভাঙা শুরু করে দিল ইস্টবেঙ্গল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/14/244132-eb.gif)
নিজস্ব প্রতিবেদন: মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য চুলোভাকে ফিরিয়ে আনল লাল-হলুদ। গত মরশুমে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দেন মিজোরামের এই সাইড ব্যাক। কিন্তু ভিকুনার প্রথম একাদশে সেভাবে সুযোগ পাননি। তাই নতুন মরশুমে পুরনো দলে ফিরে এলেন চুলোভা।
মোহনবাগানের আই লিগ জয়ী দলের আর এক সদস্য ভিপি সুহেরকেও দলে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। কেরলের স্ট্রাইকারের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে লাল হলুদ কর্তাদের। চলতি আই লিগে প্রায় সব ম্যাচই খেলেছিলেন সুহের।
তেমনই নতুন মরশুমে ইস্টবেঙ্গলের তুরুপের তাস হতে পারে পাঞ্জাবি ব্রিগেড। ইতিমধ্যেই তারকা স্ট্রাইকার বলবন্ত সিং-কে দু'বছরের চুক্তিতে সই করিয়েছে লাল হলুদ। এবার ইস্টবেঙ্গলের নজরে পাঞ্জাবি ডিফেন্ডার গুরতেজ সিং। গত মরসুমে হায়দ্রাবাদ এফসির হয়ে ১৩টা ম্যাচ খেলেছিলেন ৩০ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার। চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু এফসি, এফসি পুনে সিটির মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরতেজের। সব ঠিকঠাক চললে বলবন্তের পর দ্বিতীয় পাঞ্জাবি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন গুরতেজ। ইস্টবেঙ্গল ছেড়ে মুম্বাই সিটি তে যোগ দিতে চলা মেহতাব সিংয়ের আদর্শ বিকল্প হতে পারেন গুরতেজ।
এটিকে-র ডিফেন্সিভ মিডফিল্ডার শেহনাজ সিংয়ের সঙ্গেও কথা এগিয়েছে লাল হলুদ কর্তাদের। শেহনাজকে পেয়ে গেলে মাঝ মাঠ আরও শক্তিশালী হবে ইস্টবেঙ্গলের। মাঝমাঠ শক্তিশালী করতে দুই প্রধানে খেলে যাওয়া শেহনাজ সিং-কেও নিতে মরিয়া লাল-হলুদ। ফলে বলাই যায় দেশজুড়ে লকডাউন এরমধ্যেই ভারতীয় ফুটবলার দলে নেওয়ার কাজ প্রায় শেষ ইস্টবেঙ্গল কর্তাদের।
আরও পড়ুন- খাঁ খাঁ করছে চারিদিক...নববর্ষে নেই বার পুজো; ময়দানের আজ মনখারাপ