ড্র দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

ড্র দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে চার্চিলের সঙ্গে এক-এক গোলে ড্র করল লালহলুদ। এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করলেন মেহতাবরা। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে লালহলুদের সামনে চেন্নাই সিটি। ওয়েডসনের বিশ্বমানের গোলের পরও শেষরক্ষা হল না। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল। ফেডের প্রথম ম্যাচে হোঁচট খেল লালহলুদ। বারবাটিতে ইস্টবেঙ্গল বনাম চার্চিল ম্যাচ শেষ এক-এক গোলে। ফেড কাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধটা কখনোই জমেনি। ফাঁকা স্টেডিয়ামের সামনে লালহলুদের খেলাতেও মিসপাসের ছড়াছড়ি।

Updated By: May 7, 2017, 11:03 PM IST
 ড্র দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

ওয়েব ডেস্ক: ড্র দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে চার্চিলের সঙ্গে এক-এক গোলে ড্র করল লালহলুদ। এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করলেন মেহতাবরা। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে লালহলুদের সামনে চেন্নাই সিটি। ওয়েডসনের বিশ্বমানের গোলের পরও শেষরক্ষা হল না। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল। ফেডের প্রথম ম্যাচে হোঁচট খেল লালহলুদ। বারবাটিতে ইস্টবেঙ্গল বনাম চার্চিল ম্যাচ শেষ এক-এক গোলে। ফেড কাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধটা কখনোই জমেনি। ফাঁকা স্টেডিয়ামের সামনে লালহলুদের খেলাতেও মিসপাসের ছড়াছড়ি।

আরও পড়ুন নারিনের দ্রুততম হাফ সেঞ্চুরিতে প্লে অফে কেকেআর

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে মনোরঞ্জনের দল। চার্চিলের চার ফুটবলারকে মাটি ধরিয়ে দিয়ে এবারের ফেড কাপের অন্যতম সেরা গোলটা করে ফেলেন ওয়েডসন। হাইতিয়ান তারকার গোলের মর্যাদা অবশ্য দিতে পারল না লালহলুদ ডিফেন্স। চোট পেয়ে মাঠ ছাড়েন শুভাশিস। পরিবর্ত হিসেবে নামেন রেহেনেশ। একাশি মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সকে দাঁড় করিয়ে গোল করে যান ক্রামো। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে লালহলুদের সামনে চেন্নাই সিটি।

আরও পড়ুন  ন্যু ক্যাম্পে এমএসএন শো, বার্সেলোনার ত্রিফলার ফের এক মরশুমে গোলের সেঞ্চুরি

.