ISL 2022-23, East Bengal: আইএসএলে অবশেষে ঘরের মাঠে জয়, বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল
পুরনো ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল করলেন লাল-হলুদের ক্লেটন সিলভা। লিগ তালিকায় অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
![ISL 2022-23, East Bengal: আইএসএলে অবশেষে ঘরের মাঠে জয়, বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল ISL 2022-23, East Bengal: আইএসএলে অবশেষে ঘরের মাঠে জয়, বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/30/402203-deepa.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বছর শেষে শাপমুক্তি! আইএসএলে অবশেষে ঘরের মাঠে জয় পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে বেঙ্গালুরু এফসি-র ম্যাচের নায়ক ক্লেটন সিলভা। তাঁর জোড়া গোলেই জিতল লাল-হলুদ ব্রিগেড।
বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ইস্টবেঙ্গল। এদিন যুবভারতীতে ছিল চলতি বছরের শেষ ম্যাচ। প্রতিপক্ষ সেই বেঙ্গালুরুই। ম্যাচে প্রথমার্ধে একে-অপর দেখে নিতে চাইছিল দু'দল। ফলে ম্যাচে গতি থাকলেও, আক্রমণ দানা বাঁধছিল না। শেষপর্যন্ত অবশ্য গোল আসে প্রথমার্ধেই। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন।
Cleiton Silva seals #EBFCBFC and in breathtaking fashion! HeroISL #LetsFootball #EastBengalFC #BengaluruFC pic.twitter.com/dcj6egLawQ
— Indian Super League (@IndSuperLeague) December 30, 2022
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বেঙ্গালুরু। ইভান গঞ্জালেজকে ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন জাভি। এমনকী, গোল হওয়ার পর বেঙ্গালুরুর বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক শুভম সেন। নাকচ হয়ে যায় পেনাল্টির আবেদনও। তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। ডি-বক্সের বাইরে থেকে ইস্টবেঙ্গল হয়ে জয়সূচক গোলটি করেন সেই ক্লেটনই। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।