আইলিগে বেঙ্গালুরুর বিরুদ্ধে অলউইন রেকর্ড ধরে রাখল ইস্টবেঙ্গল

এবারের আইলিগে বেঙ্গালুরুর বিরুদ্ধে অলউইন রেকর্ড ধরে রাখল ইস্টবেঙ্গল। বারাসতের পর এবার সুনীলদের ডেরাতে গিয়ে মস্তানি দেখালেন রবিন সিংরা। বেঙ্গালুরুকে তিন-এক গোলে হারিয়ে আইলিগে লিগে শীর্ষস্থান ফের দখল করল মরগ্যান ব্রিগেড। সিংহের গুহায় গিয়েও সিংহ শিকার। চাপের মুখে জ্বলে উঠল ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি-কে তিন গোলে উড়িয়ে দিয়ে খেতাবি দৌড়ে ফিরে এল মরগ্যান ব্রিগেড। কান্তিরাভা স্টেডিয়ামে মশাল জ্বালালেন ওয়েডসন-রা। তিন ম্যাচ পর জয়ে ফিরল লাল-হলুদ।

Updated By: Feb 25, 2017, 10:50 PM IST
আইলিগে বেঙ্গালুরুর বিরুদ্ধে অলউইন রেকর্ড ধরে রাখল ইস্টবেঙ্গল
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : এবারের আইলিগে বেঙ্গালুরুর বিরুদ্ধে অলউইন রেকর্ড ধরে রাখল ইস্টবেঙ্গল। বারাসতের পর এবার সুনীলদের ডেরাতে গিয়ে মস্তানি দেখালেন রবিন সিংরা। বেঙ্গালুরুকে তিন-এক গোলে হারিয়ে আইলিগে লিগে শীর্ষস্থান ফের দখল করল মরগ্যান ব্রিগেড। সিংহের গুহায় গিয়েও সিংহ শিকার। চাপের মুখে জ্বলে উঠল ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি-কে তিন গোলে উড়িয়ে দিয়ে খেতাবি দৌড়ে ফিরে এল মরগ্যান ব্রিগেড। কান্তিরাভা স্টেডিয়ামে মশাল জ্বালালেন ওয়েডসন-রা। তিন ম্যাচ পর জয়ে ফিরল লাল-হলুদ।

আরও পড়ুন- জিতেও উচ্ছ্বাস নেই মেসির

শুধু তাই নয়, মরসুমের সেরা ম্যাচটা সম্ভবত শনিবারই খেললেন রবিন সিং-রা। পাহাড়প্রমাণ চাপ নিয়ে কান্তিরাভায় নেমেছিল ইস্টবেঙ্গল। মাঠে নামার আগেই মরগ্যান জেনে গেছিলেন যে তাদের টপকে লিগ শীর্ষে চলে গেছে আইজল। এই ম্যাচ হারলে চাকরি হারানোর সম্ভবনা তৈরি  হত সাহেব কোচের। কিন্তু প্রথম পনেরো মিনিট বাদ দিলে বাকি ম্যাচ জুড়ে শুধুই লাল-হলুদ। প্রথমার্ধে ওয়েডসনের বিশ্বমানের গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। শুধু গোল করাই নয়,লাল-হলুদ মাঝমাঠে স্বপ্নের ফুটবল খেললেন সোনির দেশের এই ফুটবলার। হ্যান্ডসেকিং দূরত্ব থেকে অসি স্ট্রাইকার গোল মিস না করলে বিরতির আগেই দুই-শূন্যয় এগিয়ে যেতে পারত লাল-হলুদ। মনে করা হয়েছিল ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবেন সুনীল ছেত্রী-রা। কিন্তু কোথায় কি? উল্টে রবিন সিংয়ের জোড়া গোল ভরাডুবি হয় বেঙ্গালুরুর। প্রথমে দুরন্ত হেডে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করেন রবিন। তৃতীয় গোলটা দুরন্ত শটে। নিজের পুরনো দলের বিরুদ্ধে জোড়া গোলের পরও সেলিব্রেশন করেননি রবিন। শেষদিকে বিনীথের গোলে ব্যবধান কমায় বেঙ্গালুরু। গতবার বেঙ্গালুরুর কাছে হেরে আই লিগের খেতাবি দৌড়ে থেকে ছিটকে গেছিল ইস্টবেঙ্গল। এবার সেই বেঙ্গালুরুকে হারিয়েই লিগে শীর্ষ স্থান পুনরুদ্ধার করল মরগ্যান ব্রিগেড।

.