কোলাসোদের বিরুদ্ধে কাল লড়াই শক্ত মানছেন মরগ্যান

রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে।

Updated By: Sep 29, 2012, 06:37 PM IST

রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে।
ফেডারেশন কাপের ফাইনালে আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।গত বছর ভারতের সেরা দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল গোয়ার দল। রবিবার বাংলা-গোয়া দ্বৈরথে বাংলার সম্মান রক্ষার দায়িত্ব ট্রেভর মরগ্যানের দলের হাতে। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।
ফেডারেশন কাপ জিতে প্রয়াত ব্রাজিলীয় স্ট্রাইকার জুনিয়ারকে উত্‍সর্গ করতে চায় ডেম্পো। পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন হলেও,২০০৪ সালের পর আর ফেডকাপ জিততে পারেনি গোয়ান চ্যাম্পিয়ন দলটি।শিলিগুড়িতে সেই গেড়োঁ কাটিয়ে প্রয়াত জুনিয়ারকে উত্‍সর্গ করত চায় তারা। ফেডকাপের সেমিফাইনালের গতবারের চ্যাম্পিয়ন সালগাঁওকরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ডেম্পো।ফাইনালে যে অন্য ম্যাচ হতে চলেছে তা মনে করিয়ে দিচ্ছেন আর্মান্দো। চোটের জন্য ফাইনাল ম্যাচেও অনিশ্চিত সুয়েকা। মেগা ফাইনালে সম্ভবত অপরিবর্তিত প্রথম একাদশই নামাতে চলেছে ডেম্পো।

গত কয়েকবছরে প্রায় একই দল ধরে রেখেছে ডেম্পো।আর্মান্দো কোলাসোর দলের একতাকে সমীহ করছে লাল-হলুদ শিবির।ওপারা-গুরবিন্দর জুটির অনুপস্থিতিতে অর্ণব আর রাজুর উপরই ভরসা রাখতে চলেছেন মরগ্যান।মেগা ফাইনালের আগে লাল-হলুদ শিবিরকে তাতাচ্ছে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতির রেকর্ড।কোচ হিসাবে এখনও গোয়ার দলটির কাছে হারেননি মরগ্যান। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে। ফেডারেশন কাপের ফাইনালে আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।গত বছর ভারতের সেরা দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল গোয়ার দল। রবিবার বাংলা-গোয়া দ্বৈরথে বাংলার সম্মান রক্ষার দায়িত্ব ট্রেভর মরগ্যানের দলের হাতে। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।
 
গত কয়েকবছরে প্রায় একই দল ধরে রেখেছে ডেম্পো।আর্মান্দো কোলাসোর দলের একতাকে সমীহ করছে লাল-হলুদ শিবির।ওপারা-গুরবিন্দর জুটির অনুপস্থিতিতে অর্ণব আর রাজুর উপরই ভরসা রাখতে চলেছেন মরগ্যান।মেগা ফাইনালের আগে লাল-হলুদ শিবিরকে তাতাচ্ছে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতির রেকর্ড।কোচ হিসাবে এখনও গোয়ার দলটির কাছে হারেননি মরগ্যান।

.