মেসির ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার পথে ইস্টবেঙ্গল!

কোয়েস গ্রুপের কর্ণধার অজিত আইজ্যাক তাঁর ফেসবুক পোস্টে একটি ছবি পোস্ট করেছেন।

Updated By: Apr 25, 2019, 05:49 PM IST
মেসির ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার পথে ইস্টবেঙ্গল!

নিজস্ব প্রতিবেদন : ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর কোয়েস গ্রুপের কর্ণধার অজিত আইজ্যাকের একখানা ফেসবুক পোস্টের পরই জল্পনা চারপাশে। তা হলে কি সত্যিই মেসির ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল! জল্পনা বলা হয়তো ভুল হবে। কারণ, এক্ষেত্রে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে গিয়েছে বলেই খবর। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। 

আরও পড়ুন-  পকেটে বল ঢুকিয়ে ভুলে গেলেন আম্পায়ার, খেলা বন্ধ!

কোয়েস গ্রুপের কর্ণধার অজিত আইজ্যাক তাঁর ফেসবুক পোস্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে বার্সেলোনা এবং তাদের স্পনসর রাকুতেন কোম্পানির প্রতিনিধিরা ছিলেন। কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেনও ছিলেন সেই ছবিতে। জানা গিয়েছে, ভারতে কোয়েসের সদর দফতর বেঙ্গালুরুতে বার্সেলোনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কর্ণধার। ফেসবুক পোস্টে অজিত আইজ্যাক লিখেছেন, ''বার্সেলোনা ও ইস্টবেঙ্গলের সিনিয়র কর্তারা দুই ক্লাবের মধ্যে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করেছেন। রাকুতেন-এর উদ্দেশ্য, বার্সেলোনা যেন সারা বিশ্বে নিজেদের মেলে ধরতে পারে।'' তবে বার্সেলোনা ও ইস্টবেঙ্গল কীভাবে জোট বাঁধতে চলেছে সে ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত দেননি অজিত আইজ্যাক।

আরও পড়ুন-  আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স, বড়সড় পুরস্কার পেলেন আন্দ্রে রাসেল

এর আগে কাতার এয়ারওয়েজ ছিল বার্সেলোনার স্পনসর। তার পর ২০১৬ সালের শেষদিকে বার্সেলোনার স্পনসর হয় জাপানের ই-কমার্স সংস্থা রাকুতেন। ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে তাদের সঙ্গে। 

.