জয়ে ফিরল ইস্টবেঙ্গল, গতিতে টেক্কা দিল অ্যারোজ
অ্যারোজের বিরুদ্ধে পাওয়া তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে আই লিগ টেবিলের চার নম্বরে তুলে আনল।
নিজস্ব প্রতিবেদন : আই লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে অ্যারোজকে হারিয়ে লিগ জয়ের আশা জিইয়ে রাখল আলেসান্দ্রো ব্রিগেড। চেন্নাইয়ের কাছে হারের পর শুক্রবারের ম্যাচ লাল-হলুদের কাছে ছিল মাস্ট উইন। তবে এদিন ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে গেল অ্যারোজ। গতিতে লাল-হলুদকে অনেকটাই পিছনে ফেলল তারা। এদিন ম্যাচের ২১ মিনিটেই তাদের সামনে গোলের সুযোগ এসে গিয়েছিল। কিন্তু নেহাতই অভিজ্ঞতার অভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারল না তারা। তা ছাড়া এদিন অ্যারোজ ডিফেন্সও দারুণ পারফরম্যান্স দিয়ে গেল।
আরওপড়ুন- ২০২২-এ ৪৮ দলের বিশ্বকাপ! ইতিবাচক কথা শোনাল ফিফা
দ্বিতীয়ার্ধে লাল-হলুদের হয়ে জয়সূচক গোলটি করেন হাইমে স্যান্টোস কোলাডো। তিনটে হলুদ কার্ড দেখা সত্বেও আকোস্তাকে প্রথম একাদশে খেলান আলেসান্দ্রো। প্রথমার্ধে চেনা ছন্দে পাওয়া যায়নি টনি ডোভালেদের। তবে দ্বিতীয়ার্ধে মেজাজে পাওয়া যায় জবি জাস্টিনদের। আটচল্লিশ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন কোলাডো। ডিকার জায়গায় মাঝমাঠে খেলেন কমলপ্রীত। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটা গোলের সুযোগ পেয়েছিল লাল-হলুদ। তবে গোলের ব্যবধান আর বাড়েনি। খেলার একেবারে শেষলগ্নে লালকার্ড দেখেন মনোজ মহম্মদ। ফলে ডার্বিতে খেলা হবে না লাল-হলুদ সাইডব্যাকের। বারো ম্যাচ পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল বাইশ।
আরও পড়ুন- জন্মস্থান লুইভিলেতে অনন্য সম্মান কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে
অ্যারোজের বিরুদ্ধে পাওয়া তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে আই লিগ টেবিলের চার নম্বরে তুলে আনল। ১২ ম্য়াচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে আই লিগ তালিকার শীর্ষে চেন্নাই সিটি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় নম্বরে থাকা চার্চিল ও রিয়াল কাশ্মীরের পয়েন্টও ২২। ছয় নম্বরে রয়েছে মোহনবাগান।