আইলিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, অভিষেক ম্যাচেই গোল পেলেন মেন্ডি

আইলিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। বারাসতে আইজল এফসিকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল মশাল ব্রিগেড। অভিষেক ম্যাচেই গোল পেলেন বানার্ড মেন্ডি। মোহনবাগানকে সরিয়ে আই লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বিশ্বজিত ভট্টাচার্যের দল।

Updated By: Feb 5, 2016, 09:14 PM IST
আইলিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, অভিষেক ম্যাচেই গোল পেলেন মেন্ডি

ওয়েব ডেস্ক: আইলিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। বারাসতে আইজল এফসিকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল মশাল ব্রিগেড। অভিষেক ম্যাচেই গোল পেলেন বানার্ড মেন্ডি। মোহনবাগানকে সরিয়ে আই লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বিশ্বজিত ভট্টাচার্যের দল।

আইজল এফ সি-কে দুই-শূন্য গোলে হারিয়ে আই লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। অভিষেক ম্যাচেই গোল পেলেন বানার্ড মেন্ডি। মোহনবাগানকে সরিয়ে আই লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বিশ্বজিত ভট্টাচার্যের দল। শুক্রবার বারাসত স্টেডিয়াম থেকে তিন প্রাপ্তি নিয়ে ফিরলেন লাল-হলুদ কোচ। তবে ডংকে নিয়ে অস্বস্তি থেকেই গেল বিশ্বজিত ভট্টাচার্যের। আই লিগের নবাগতদের বিরুদ্ধে দলে বেশ কয়েকটা পরিবর্তন করেছিলেন লাল-হলুদ কোচ। মাঝমাঠে মেন্ডির সঙ্গে খেলেন মেহেতাব। আপফ্রন্টে র‍্যান্টির সঙ্গে সাবেথ। বড় চেহারার মেন্ডির উপস্থিতি সচল রেখেছিল লাল-হলুদ মাঝমাঠকে। তবে ফের একবার হতাশ করেন ডং। কোচের দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লিগের নায়ক। গতি দিয়ে বারবার ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রাখছিলেন আইজল ফুটবলার-রা। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন ম্যাচে ফেরায় ইস্টবেঙ্গলকে। ডং আর সাবেথের পরিবর্তে জোয়াকিম আর লোবোকে নামান বিশ্বজিত ভট্টাচার্য। আর তাতেই কেল্লা ফতে। জোয়াকিমকে উইং ব্যবহার করতেই গোল আসে লাল-হলুদের। প্রথমে জোয়াকিমের ক্রশে মাথা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিকাশ জাইরু। প্রতিদিনই নিজেকে প্রমাণ করছেন বাইচুংয়ের রাজ্যের এই তরুণ ফুটবলার। দু মিনিটের ব্যবধানে মেন্ডির গোল। এবার লোবোর ক্রশ থেকে গোল করেন ফরাসি তারকা। এখানেই যাবতীয় লড়াই শেষ হয়ে যায় আইজলের। খেলার একেবারে শেষদিকে মেন্ডি আর র‍্যান্টি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল। ছয় ম্যাচে এগারো পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফ সি-র  পরেই থাকল লাল-হলুদ।

.