আই লিগে শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

জয়ে ফিরল ইস্টবেঙ্গল। কল্যাণীতে বেঙ্গালুরু এফ সি-কে ২-০ গোলে হারিয়ে দিল মার্কোস ফ্যালোপার দল।

Updated By: Oct 26, 2013, 09:36 PM IST

জয়ে ফিরল ইস্টবেঙ্গল। কল্যাণীতে বেঙ্গালুরু এফ সি-কে ২-০ গোলে হারিয়ে দিল মার্কোস ফ্যালোপার দল।
অপয়া কল্যাণীতে ঘুরে দাঁড়াল লাল-হলুদ। জোড়া হারের রেশ কাটিয়ে আই লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। কল্যাণীর কাদা মাঠে আই লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফ সি-কে ২-০ গোলে হারিয়ে দিলেন মেহতাব-রা। প্রথমে ডেম্পোর কাছে হার,তারপর ঘরের মাঠে কুয়েতের দলের কাছে হার কিছুটা হলেও ব্যকফুটে ঠেলে দিয়েছিল মার্কোস ফ্যালোপার দলকে। চাপের মধ্যে ছিলেন লাল-হলুদের ব্রাজিলীয় কোচ। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয় ফ্যালোপাকে যে যথেষ্ট স্বস্তি দিল,তা ব্রাজিলীয় কোচের উচ্ছ্বাস থেকেই পরিষ্কার।
শুক্রবার রাত থেকে ক্রমাগত বৃষ্টি হলেও কল্যাণীর মাঠে সেভাবে জল জমেনি। তবে কাদা মাঠে শুরুর দিকে বেশ অস্বস্তি ছিল আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি দলটি। প্রথমার্ধে দুদলের কাছেই বেশ কয়েকটি সহজ সুযোগ এসেছিল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার রবিন সিংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ডিকার কর্ণার ক্লিয়ার করতে গিয়ে নিজেই গোলেই বল ঢুকিয়ে দেন রবিন। কিছুক্ষণ পরেই রবিনের জোরালো শট ক্রসপিসে কাঁপিয়ে ফিরে আসে।সমতা ফেরাবার জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান বেঙ্গালুরুর ফুটবলাররা। কিন্তু প্রথম একদাশের দুই ডিফেন্ডারের অনুপস্থিতিও দুরন্ত খেলেন গুরবিন্দর-রা। বেশ কয়েকটি অনবদ্য সেভ করেন ম্যাচের সেরা অভিজিত মন্ডল।খেলার একেবারে শেষ মিনিটে ডান পায়ের জোরালো শটে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন জেমস মোগা।
এএফসি কাপের ম্যাচের পর মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গেছিলেন।শনিবার গোলের পর সমর্থকদের উচ্ছ্বাসের আবেগে ভেসে যান দক্ষিণ সুদানের তারকা স্ট্রাইকার মোগা।

.