জাদেজা তো কিপ্টেই, তবে এর থেকেও কিপ্টেমি করে রান দিয়েছেন ভারতীয় বোলার!

দিল্লির ফিরোজ শাহ কোটলায় ইতিমধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শুধু ৫ উইকেট পাওয়াটাই বিষয় নয়। ওই ৫ উইকেট পেতে তিনি বল করেছেন মাত্র ১২ ওভার! দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভেল্কি দেখাচ্ছেন এই বাঁ হাতি স্পিনার।

Updated By: Dec 7, 2015, 11:35 AM IST
জাদেজা তো কিপ্টেই, তবে এর থেকেও কিপ্টেমি করে রান দিয়েছেন ভারতীয় বোলার!

ওয়েব ডেস্ক: দিল্লির ফিরোজ শাহ কোটলায় ইতিমধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শুধু ৫ উইকেট পাওয়াটাই বিষয় নয়। ওই ৫ উইকেট পেতে তিনি বল করেছেন মাত্র ১২ ওভার! দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভেল্কি দেখাচ্ছেন এই বাঁ হাতি স্পিনার।
দ্বিতীয় ইনিংসেও এখনও পর্যন্ত সবথেকে মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন তিনি। প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন হাসিম আমলাকে। যিনি প্রায় বালিশ বিছানা নিয়েই যেন ক্রিজে এসেছিলেন। মাত্র ২৫ রান করেছেন ২৪৪ বলে। কৃপনতার শেষ নেই। অবশ্যে কিপ্টেমিতে টেক্কা দিচ্ছেন রবীন্দ্র জাদেজাও।
দিবিতীয় ইনিংসে ইতিমধ্যে তিনি বল করেছেন মোট ৩৪ ওভার। জানেন তাতে মেডেন ওভার পেয়েছেন কটা? মাত্র ২৭ টা! আর রান খরচ করেছেন মাত্র ১০!
তাই প্রশ্ন উঠছে, জাদেজাই কি সবথেকে কৃপণ বোলিংটা করছেন?না, এরকম বোলিং আগেও বেশ কিছু হয়েছে।
এর আগে নাদকার্নি ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৬৪ সালে ৩২ ওভার বল করে মাত্র ৫ রান দিয়েছিলেন।
অন্তত ৩০ ওভার বল করে টেস্টে ওটাই সবথেকে কৃপণতম বোলিং। এর পরেই থাকবে রবীন্দ্র জাদেজার দিল্লির বোলিং।

.