ISL ফাইনালে গোল করেছিলেন, সেই স্প্যানিশ তারকাকে দলে রেখে দিল এটিকে মোহনবাগান
৩০ বছর বয়সী এই অ্যাটাকিং স্প্যানিশ মিডফিল্ডার ২০১৯-২০ মরশুমে আইএসএল ফাইনালে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোল করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: আইএস এল শুরুর বেশ আগে থেকেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণা, প্রবীর দাস, প্রীতম কোটালদের পর এবার স্প্যানিশ তারকা এডু গার্সিয়ার সঙ্গেও দু বছরের চুক্তি পাকা করে ফেলল এটিকে মোহনবাগান।
Midfield maestro @Edu_Garcia90 signs a two year deal, keeping him in the Green & Maroon until 2022. #ATKMohunBagan#IndianSuperLeague#IndianFootball pic.twitter.com/VUEUlE63If
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 6, 2020
৩০ বছর বয়সী এই অ্যাটাকিং স্প্যানিশ মিডফিল্ডার ২০১৯-২০ মরশুমে আইএসএল ফাইনালে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোল করেছিলেন। সরকারিভাবে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি হওয়ার পর তিনি জানান, "এটিকে মোহনবাগানের হয়ে আইএসএলে আরও দু'বছর খেলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। নতুন জার্সি পরে মাঠে নামার জন্য অপেক্ষা করছি। আশা করি এবারও নিজের সেরাটা দিতে পারব।"
"I am glad to be a part of this new merger. I think it's a very big challenge for me to defend this jersey in the ISL".@Edu_Garcia90 shares his thoughts with the ATK Mohun Bagan family. #ATKMohunBagan#IndianSuperLeague#IndianFootball pic.twitter.com/DkyT8t1gf9
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 6, 2020
বেঙ্গালুরু এফসির হয়ে প্রথম আইএসএলে খেলেছিলেন এডু। এরপর তিনি চলে যান চিনে। ২০১৮-১৯ মরশুমে ভারতে ফিরে এসে আবার এটিকে-তে যোগ দেন এডু গার্সিয়া।
আরও পড়ুন - আইপিএল-এ এবার শুধুই ধোনির হেলিকপ্টার শট দেখবেন!