ATK Mohun Bagan: সবুজ-মেরুনের নতুন বিদেশি শহরে, যুবভারতীতেই প্রীতমরা খেলবেন এএফসি!

আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগান এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতম কোটাল-জনি কাউকোরা মুখোমুখি হবে মালয়েশিয়ার ক্লাব কুয়ালা লামপুর সিটি এফসি-র বিরুদ্ধে। ফিফা নির্বাসন উঠতেই এটিকে মোহনবাগানের আর এএফসি খেলায় কোনও সমস্যা রইল না।

Updated By: Aug 30, 2022, 08:49 PM IST
ATK Mohun Bagan: সবুজ-মেরুনের নতুন বিদেশি শহরে, যুবভারতীতেই প্রীতমরা খেলবেন এএফসি!
ইস্ট-মোহনে নতুন ফুটবলার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2022) আগামিকাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেলবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নৌবাহিনীর বিরুদ্ধে নামার আগে জুয়ান ফেরান্দো পেয়ে গেলেন টিমের ষষ্ঠ বিদেশি স্ট্রাইকারকে। প্রত্যাশা মতোই মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে কলকাতায় পা রাখলেন এটিকে মোহনবাগানের এশীয় কোটার অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডিও দিমিত্রি পেত্রাতোস (Dimi Petratos)। 

সিডনি নিবাসী বছর উনত্রিশের ফুটবলার শহরে এসেছেন স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে। কেরিয়ারে মূলত এ-লিগে খেলা পেত্রাতোস মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবে খেলে এবার ভারতে। এদিন বিমানবন্দরে তাঁকে ফুল-মালা ও সবুজ-মেরুন স্কার্ফে স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়বেন অজি ফুটবলার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। 

আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগান এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতম কোটাল-জনি কাউকোরা মুখোমুখি হবে মালয়েশিয়ার ক্লাব কুয়ালা লামপুর সিটি এফসি-র বিরুদ্ধে। ফিফা নির্বাসন উঠতেই এটিকে মোহনবাগানের আর এএফসি খেলায় কোনও সমস্যা রইল না। পেত্রোতোস যোগ দেওয়ায় মেরিনার্সদের আক্রমণ ভাগ শক্তিশালী হল একথা ঠিকই। তবে এএফসি-র পরের ম্যাচে ফেরান্দোদের লড়াই কিন্তু কঠিন হতে চলেছে। কারণ  কুয়ালা লামপুর সিটি এফসি অত্যন্ত শক্তিশালী দল। দু'বার মালয়েশিয়ান লিগ জিতেছে এই টিম। 

আরও পড়ুন: Bhaichung Bhutia: বদলের নীল নকশা ছকে ফেলেছেন 'পাহাড়ি বিছে'! জানালেন মসনদে আসলে তিনি কী কী করবেন

অন্যদিকে ডার্বি জিতেও ডুরান্ডে শেষ আটের অঙ্ক কঠিন এটিকে-মোহনবাগানের। নৌবাহিনীর বিরুদ্ধে ডু-অর-ডাই ম্য়াচ। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যেতে হলে অঙ্ক হল- ভারতীয় নৌবাহিনীকে হারাতে হবে। অন্য দিকে নৌবাহিনীর বিরুদ্ধে জেতা চলবে না রাজস্থানের। কারণ রাজস্থান ও এটিকে-মোহনবাগান দুদলই যদি নৌবাহিনীকে হারিয়ে দেয়, তা হলে কিন্তু শেষ আটে যাবে রাজস্থানের দলটি। কারণ ডুরান্ডের নিয়মে, দুদলের পয়েন্ট সমান হয়ে গেলে দেখা হবে মুখোমুখি সাক্ষাতে কে কার বিরুদ্ধে জিতেছে। এক্ষেত্রে এটিকে-মোহনবাগান হেরেছে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। ফলে এই নিয়মে কোয়ার্টার ফাইনালে চলে যাবে রাজস্থানের দলটি।

অন্যদিকে ইমামি ইস্টবেঙ্গলে ফের যোগ দিলেন থংখোসিয়েম হাওকিপ। মণিপুরে ২৯ বছরের ফরোয়ার্ড অতীতে লাল-হলুদের জার্সিতেই ২০২১-২২ মরসুমে আইএসএল খেলেছেন। তিনি বেঙ্গালুরুর হয়ে জিতেছেন আইএসএল। এবার দেখার পুরনো ক্লাবের জার্সিতে তাঁর নতুন ইনিংস কেমন হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.