শেষ আটে ইংল্যান্ড, হেরেও নক আউটে ফ্রান্স

জমে উঠেছে ইউরো কাপ। ইউক্রেনে হারিয়ে কোয়ার্টারে ইতালির মুখোমুখি ইংল্যান্ড। অন্যদিকে সুইডেনেক কাছে হেরেও শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স।

Updated By: Jun 20, 2012, 09:19 AM IST

জমে উঠেছে ইউরো কাপ। ইউক্রেনে হারিয়ে কোয়ার্টারে ইতালির মুখোমুখি ইংল্যান্ড। অন্যদিকে সুইডেনেক কাছে হেরেও শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স।
নির্বাসন কাটিয়ে দলে ফিরেই দলকে জেতালেন ওয়েন রুনি। ইউক্রেনকে এক-শূন্য গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রয় হজসনের দল। ম্যাচের আগেই ধাক্কা খায় ইউক্রেন শিবির। চোটের জন্য প্রথম একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক শেভচেঙ্কো। তা সত্বেও ঘরের মাঠে দুরন্ত লড়াই করে তারা। ৪৮ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন রুনি। জেরার্ডের ক্রশে মাথা ছুঁইয়ে গোল করে যান ম্যান ইউ স্ট্রাইকার। ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরও দমে যায়নি ইউক্রেন। হারলেও গোটা ম্যাচে উজ্জ্বীবিত ফুটবল খেলে তারা। তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপ ডি-র চ্যাম্পিয়ন দল হিসাবে ইউরোর শেষ আটে পৌঁছল ইংল্যান্ড। কোয়ার্টারে ইতালির মুখোমুখি তারা।
অপর ম্যাচে সুইডেনের কাছে হেরেও ইউরো কাপের শেষ আটে জায়গা করে নিল ফ্রান্স। মঙ্গলবার রাতে গ্রুপ লিগের নিয়মরক্ষার ম্যাচে ঘুরে দাঁড়াল সুইডেন। ইব্রাহিমোভিচদের কাছে ২- ০ হেরে গেল ফ্রান্স। তা সত্বেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ ডি-র রানার্স দল হিসাবে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লরা ব্লাঁ-র দল। ১৯৭০ সালের পর ফ্রান্সের বিরুদ্ধে জিতল সুইডেন।দ্বিতীয়ার্ধে দুরন্ত গোল করে সুইডেনকে এগিয়ে দেন অধিনায়ক ইব্রাহিমোভিচ।সেবাস্তিয়ান লারসেনের গোলে ব্যবধান বাড়ায় তারা। এদিন প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি বেনজামা,রিবেরিদের। বিশেষ করে একেবারেই অফ ফর্মে ছিলেন রিয়ালের তারকা স্ট্রাইকার করিম বেনজামা। ২০০৬ বিশ্বকাপের পর বড় কোন টুর্নামেন্টের নক আউটে পৌঁছল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুকি হবে তারা।

.