ICC World Cup 2019: বার্মিংহামে বিগফাইট! দ্বিতীয় সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার

কাগজে-কলমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একই বিন্দুতে দাঁড়িয়ে।

Updated By: Jul 10, 2019, 05:08 PM IST
ICC World Cup 2019: বার্মিংহামে বিগফাইট! দ্বিতীয় সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমি-ফাইনাল। মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ১৯৯২ সালের পর বিশ্বকাপের সেমি-ফাইনালে নামছে ব্রিটিশরা। অন্যদিকে শেষ চারের লড়াইয়ে একবারও না হারার রেকর্ড নিয়ে নামছে অজিরা। গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। সেমি-ফাইনালে বদলার লড়াই রুটদের।

গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ছিলেন না ইংরেজ ওপেনার জেসন রয়। গ্রুপ লিগের শেষ দুটো ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন দুই ইংল্যান্ড ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রয়-বেয়ারস্টো জুটি। বিশ্বকাপে ২৬টা উইকেট নেওয়া অজি পেসার মিচেল স্টার্কের বিরুদ্ধে সেরা ইংল্যান্ডের বাজি হতে পারে দুই ব্রিটিশ ওপেনার। রয়-বেয়ারস্টোর মতোই ছন্দে রয়েছেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ।

সেমি-ফাইনালের আগে চোট সমস্যা ভাবাচ্ছে অজি টিম ম্যানেজমেন্টকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যাওয়া উসমান খোয়াজার জায়গায় প্রথম একাদশে ঢুকছেন পিটার হ্যান্ডসকম্ব। নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। বিশ্বকাপে তাঁর অভিষেক হতে চলেছে বৃহস্পতিবার। আগের ম্যাচে চোট পেলেও সেমি-ফাইনালের লড়াইয়ে নামতে প্রস্তুত মার্কোস স্টোইনিস। জোফ্রা আর্চার-মার্ক উডদের মোকাবিলা করার আগে অস্ট্রেলিয়া দলকে ভাবাচ্ছে স্টিভ স্মিথের অফ ফর্ম।

কাগজে-কলমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একই বিন্দুতে দাঁড়িয়ে। দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। তাই এজবাস্টনে দ্বিতীয় সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ১৫টা ম্যাচের বারোটাতেই জিতেছে ইংল্যান্ড। গ্রুপ লিগে হারের বদলা নিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগোতে চাইছেন মর্গ্যান অ্যান্ড কোম্পানি।     

আরও পড়ুন - ICC World Cup 2019: রিজার্ভ ডে-তেও বৃষ্টির ভ্রুকূটি ম্যাঞ্চেস্টারে!

.