ম্যাচ হারলেও কেদার আর হার্দিকের লড়াই মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের
লড়েও শেষ পর্যন্ত হারতেই হল ভারতকে। সিরিজের ফল ৩-০ -এর বদলে হল ২-১। কোনওরকমে। ৩২১ রান তাড়া করে মাত্র ৫ রানে হেরে গেল ভারতীয় দল। তবে, কেদার যাদব আর হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত লড়াই অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ৩২১ রান। ইংরেজদের হয়ে বড় রান করেন রয় (৬৫), স্টোকস (অপরাজিত ৫৭), বেয়ারস্টো (৫৬), মর্গান (৪৩), বিলিংস (৩৫) এবং ওকস (৩৪)। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। দুটি উইকেট পান জাদেজা।
ওয়েব ডেস্ক: লড়েও শেষ পর্যন্ত হারতেই হল ভারতকে। সিরিজের ফল ৩-০ -এর বদলে হল ২-১। কোনওরকমে। ৩২১ রান তাড়া করে মাত্র ৫ রানে হেরে গেল ভারতীয় দল। তবে, কেদার যাদব আর হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত লড়াই অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ৩২১ রান। ইংরেজদের হয়ে বড় রান করেন রয় (৬৫), স্টোকস (অপরাজিত ৫৭), বেয়ারস্টো (৫৬), মর্গান (৪৩), বিলিংস (৩৫) এবং ওকস (৩৪)। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। দুটি উইকেট পান জাদেজা।
আরও পড়ুন হার্দিক, জাদেজার ভালো বোলিং, তবুও ৩২১ রান তুলল ইংল্যান্ড
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩১৬ রান তোলে ভারত। আগের দুটো ম্যাচের মতই এদিনও দুর্দান্ত খেলেন কেদার যাদব। এক বল বাকি থাকতে আউট হন ৭৫ বলে ৯০ রান করে। বিরাট কোহলি আজ করেন ৫৫ রান। গত ম্যাচের নায়ক যুবরাজ সিং আজ করেন ৪৫ রান। ধোনির অবদান এদিন ২৫ রান। বল হাতের সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু শেষপর্যন্ত ইংরেজদের ৩২১ থেকে ৫ রান দূরে থেমে যায় ভারতের ইনিংস। ম্যান অফ দ্য ম্যাচ বেন স্টোকস। ম্যান অফ দ্য সিরিজ কেদার যাদব।
আরও পড়ুন যুবরাজ সিংকে নতুন মিডল নেম দিলেন তাঁর স্ত্রী হেজেল