অবসরের ২৪ ঘণ্টা পরে মাহিকে শুভেচ্ছা যুবির; নস্টালজিক যুবরাজ
অবশেষে নিরবতা ভাঙলেন ধোনির অবসর ঘোষণার ২৪ ঘণ্টা পার করে।
নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটকে চুপিসারে বিদায় জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসর ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের জন্য এবং ভবিষ্যত্ জীবনের শুভেচ্ছা জানান সচিন-সৌরভ-বিরাট থেকে তাঁর সতীর্থরা সকলেই। কিন্তু যুবরাজ সিং চুপ ছিলেন। অবশেষে নিরবতা ভাঙলেন ধোনির অবসর ঘোষণার ২৪ ঘণ্টা পার করে।
ভারতীয় দলের জার্সিতে বাইশ গজে কাটানো স্মরণীয় মুহূর্তগুলিকে সাজিয়ে ৫৮ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যুবরাজ সিং। মাহি-যুবি যুগলবন্দী দেখার মতো।
Congratulations @msdhoni on a great career! Enjoyed lifting the 2007 and 2011 WC trophies together for our country and our many partnerships on the field. My best wishes to you for the future pic.twitter.com/2g3tgTsLfn
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 16, 2020
সঙ্গে যুবরাজ লেখেন, "অনবদ্য কেরিয়ারের জন্য অভিনন্দন! দেশের জন্য ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপের ট্রফি একসঙ্গে জেতা দারুন উপভোগ করেছি .. মাঠে আমাদের অনেক পার্টনারশিপ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।"
আরও পড়ুন - সৌরভকেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চান অভিষেক ডালমিয়া