জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোরে ঘুম থেকে উঠে পড়া এবং মাঝ রাত পেরিয়েও জেগে থাকা। যারা এই দু'টি কাজ করতে পারছেন, তাঁরাই কোপা আমেরিকা (Copa America 2024) ও ইউরো কাপের (Euro Cup 2024) স্বাদ নিতে পারছেন। দেখতে দেখতে কোপা ও ইউরো একেবারে অন্তিম পর্বে চলে এল। দুই টুর্নামেন্টই পেয়ে গিয়েছে শেষ চার দল। ইউরো কাপে এবার মোট ২৪টি দল অংশ নিয়েছিল। তাদের ছ'টি গ্রুপে ভাগ করা হয়েছিল- A, B, C, D, E, F । গ্রুপ পর্যায়ের খেলা চলেছে ২৭ জুন পর্যন্ত। ২৯ জুন থেকে শুরু হয়েছে নকআউট। এবার টিকে থাকল ৪ দল। তাদের মধ্য়েই কেউ হবে এবারের ইউরো চ্য়াম্পিয়ন। এবার সেমিফাইনালের মহাযুদ্ধ। খেলবে স্পেন, ফ্রান্স, ইংল্য়ান্ড ও নেদারল্য়ান্ডস (Spain, France, England, Netherlands)।
প্রথম সেমিফাইনাল: স্পেন বনাম ফ্রান্স ভেন্যু: মিউনিখের অ্য়ালায়েঞ্জ এরিনায় খেলা
তারিখ: ১০ জুলাই, বুধবার
সময়: ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিট থেকে খেলা শুরু, ক্যালেন্ডার দেখলে যা হয়ে যাবে ১১ জুলাই
দ্বিতীয় সেমিফাইনাল: নেদারল্য়ান্ডস বনাম ইংল্য়ান্ড ভেন্যু: ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টাডিয়ানে খেলা
তারিখ: ১২ জুলাই, বৃহস্পতিবার
সময়: ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিট থেকে খেলা শুরু, ক্যালেন্ডার দেখলে যা হয়ে যাবে ১৩ জুলাই
কোন কোন টিভি চ্য়ানেল সরাসরি এই খেলার সম্প্রচার করবে?
টিভিতে Sony Ten 2 HD/SD -তে খেলা দেখাবে।
অনলাইনে কোথায় স্ট্রিম করে সরাসরি এই খেলা দেখা যাবে?
অনলাইনে Sony LIV সরাসরি এই খেলা দেখাবে।