রুদ্ধশ্বাস অমীমাংসিত ম্যাচে শুরু হল ইউরো

শুরু হল এবছরের ইউরো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্রিসের সঙ্গে ১-১-এ ড্র করল আয়োজক দেশ পোল্যান্ড। খেলার ৬৮ মিনিটে পোল্যান্ডের গোলকিপার লাল কার্ড দেখেন। এর ঠিক পরেই পেনাল্টি মিস করেন গ্রিসের কারাগৌনিস।

Updated By: Jun 8, 2012, 11:36 PM IST

শুরু হল এবছরের ইউরো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্রিসের সঙ্গে ১-১-এ ড্র করল আয়োজক দেশ পোল্যান্ড। খেলার ৬৮ মিনিটে পোল্যান্ডের গোলকিপার লাল কার্ড দেখেন। এর ঠিক পরেই পেনাল্টি মিস করেন গ্রিসের কারাগৌনিস।
২০০৪ ইউরোজয়ীদের বিরুদ্ধে কোচ স্মুডার ভরসা ছিল বরুসিয়া ডর্টমুন্ডের ত্রয়ী পিজচেক-ব্ল্যাসজিকোয়স্কি-লেওয়ানডওস্কির ওপর। গ্রিসের বিরুদ্ধে খেলতে নামার আগে পরিসংখ্যান কিন্তু পোল্যান্ডের পক্ষেই। গ্রিসের সঙ্গে ১৫ বার সাক্ষাতে ১০ বারই জিতেছেন পোলিশরা। অন্যদিকে গ্রিস শিবির কোয়ালিফাইংয়ে কঠিন প্রতিপক্ষদের হারিয়েছে। ৪-৩-৩ ছকে খেলতে চলা গ্রিসের রয়েছে চোট সমস্যা। ভাসিলস টোরোসিডিসকে চোটের জন্য পাওয়া যাবেনা প্রথম ম্যাচে।
অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিরুদ্ধে ইউরো কাপ অভিযান শুরু করবে রাশিয়া। গ্রুপ এ-র এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী ডিক অ্যাডভোকাটের দল। অপরাজিত থেকেই ইউরো কাপে কোয়ালিফাই করেছে রাশিয়া। দলের প্রধান গোলরক্ষক ইগোর অ্যাকিনফিভের ফিটনেস নিয়ে একটু চিন্তিত কোচ অ্যাডভোকাট। শুক্রবার অ্যাকিনফিভকে না-পাওয়া গেলে তাঁর জায়গায় মালাফিভকে খেলাতে পারেন কোচ। অন্যদিকে মিলান বারোসের ফিটনেস নিয়ে আশঙ্কায় চেক দল। চিকিত্সকদের পরামর্শে অনুশীলনে নামেননি তিনি। তবে রাশিয়ার বিরুদ্ধে তাঁকে চূড়ান্ত একাদশে পাওয়া যাবে বলে আশা করছে চেক শিবির।

.