বরফ জমিতে ধাক্কা খেয়ে হোঁচট খেল ডাচরা
আইসল্যান্ড (২) নেদারল্যান্ডস (০)।। ক্রোয়েশিয়া (৬) আজারবাইজান (০)
ইতালি (১) মাল্টা (০) ।। বেলজিয়াম (১) বসনিয়া (১)
ওয়েব ডেস্ক: স্পেন, জার্মানির পর এবার বড় অঘটনের শিকার হল নেদারল্যান্ডস। ইউরোর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে দিল আইসল্যান্ড। সোয়ান্সা সিটির মিডফিল্ডার সির্গিডসনের জোড়া গোলের ধাক্কায় উড়ে গেল গাস হিডিকের দল। কোয়ালিফাইং পর্বে এই নিয়ে দ্বিতীয় ম্যাচে হারল ডাচ ব্রিগেড। রবেন, ভ্যান পার্সি, স্টাইডার সহ দলের সব তারকা ফুটবলারকেই মাঠে নামিয়েছিলেন ডাচ কোচ। এরপরও বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা দাঁড়াতেই পারল না। ক দিন আগে কাজাকাস্তানের সঙ্গে হারতে হারতে ম্যাচ জিতে গিয়েছিলেন ডাচরা।
কদিন আগেই জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছিল পোল্যান্ড। স্লোভাকিয়া হারিয়ে দিয়েছিল স্পেনকে। আর এদিন নেদারল্যান্ডস হারল আইসল্যান্ডের কাছে। বোঝাই যাচ্ছে বিশ্বকাপের পর এখনও নিজেদের ঘুছিয়ে নিতে পারেনি ইউরোপের বড় দেশগুলি।
এদিক, অভিষেক ম্যাচে গোল পেলেন ইতালির স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে। তার করা একমাত্র গোলে ইউরো ২০১৬ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মাল্টাতে ১-০ গোলে হারাল আজুরি ব্রিগেড। দুর্বল মাল্টাকে হারাতে অবশ্য কষ্ট করতে হল অ্যান্টনিও কন্টের দলকে। চারটি শট পোস্টে লেগে না ফিরলে আরও বড় ব্যবধানে জিততেই পারত ইতালি। দুটো দলই ১০জনে ম্যাচ শেষ করে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির ডিফেন্ডার বনুচি। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে যুগ্মভাবে গ্রুপ শীর্ষে আজুরিরা।
অন্যদিকে, আজারবাইজানকে ৬-০ গোলে হারিয়ে ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে ছন্দে ক্রোয়েশিয়া। সহজ প্রতিপক্ষকে নিয়ে ম্যাচ জুড়ে ছেলেখেলা করলেন মড্রিচ, রাকিটিচরা। প্রথমার্ধে চারটি গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল হয়। পেরিসিচের জোড়া গোল ছাড়াও গোল পেলেন ক্রামারিচ, ব্রোজোভিচ, মড্রিচরা। সামনের মাসে মিলানে ইতালির বিরুদ্ধে নামবেন মড্রিচরা।
এডিন জেকোর গোলে এগিয়েও শেষ রক্ষা হল না। ইউরোর কোয়ালিফাইং পর্বে বসনিয়া বনাম বেলজিয়াম ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ২৮ মিনিটে জেকোর গোলে এগিয়ে যায় বসনিয়া। এরপরই নাইংগোলানের গোলে ম্যাচে ফেরে বেলজিয়াম। এই ড্রয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্টে দাঁড়িয়ে বেলজিয়াম। তিন ম্যাচে দুপয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে জেকোরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাস সবচেয়ে কনিষ্ঠতম ফুটবলার হলেন নরওয়ের ফুটবলার মার্টিন ওডেগার্ড। সোমবার রাতে বুলগেরিয়ার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামতেই নজির গড়লেন এই তরুণ ফুটবলারটি। ১৫ বছর ৩০০ দিনের মাথায় ইউরো কাপের ইতিহাসে অভিষেক হল ওডেগার্ডের। ক্লাব ফুটবলে এর আগে ম্যান ইউ, লিভারপুলের সঙ্গে অনুশীলন করেছে ওডেগার্ড। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের নজরে রয়েছে এই ফুটবলারটি।