প্রশাসনে না থাকলে কোচ পদের জন্য আবেদন করতেন সৌরভ গাঙ্গুলি!
প্রশাসনিক পদে না থাকলে ভারতীয় দলে কোচ হওয়ার জন্য আবেদন করতে পারতেন সৌরভ গাঙ্গুলি। কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রীর আবেদনকে স্বাগত জানাতে গিয়ে নিজের কোচ হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করে ফেলেন সৌরভ। ('দুই অক্ষরের দাম ২০০০ কোটি')
ব্যুরো: প্রশাসনিক পদে না থাকলে ভারতীয় দলে কোচ হওয়ার জন্য আবেদন করতে পারতেন সৌরভ গাঙ্গুলি। কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রীর আবেদনকে স্বাগত জানাতে গিয়ে নিজের কোচ হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করে ফেলেন সৌরভ। ('দুই অক্ষরের দাম ২০০০ কোটি')
বিরাট কোহলি-অনিল কুম্বলে বিতর্কে বিসিসিআইকে একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি। নাম না করলেও এই ইস্যুতে প্রশাসনিক কমিটির ভূমিকাতেও খুশি নন মহারাজ। ভারতীয় কোচের আবেদনের সময়সীমা বাড়ানোকেও ভাল চোখে দেখছেন না সৌরভ। তবে রবি শাস্ত্রীর কোচের পদে আবেদন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এদিন রঞ্জি ট্রফির প্রস্তুতি নিয়ে সৌরভের সঙ্গে একান্তে বৈঠক করেন বাংলা অধিনায়ক মনোজ তেওয়ারি। বৈঠকে বর্ষার সময় বাংলা কোথায় প্রস্তুতি ম্যাচ খেলবে তা নিয়েও কথা হয় দুজনের।