Nita Ambani, IPL 2022: Rohit-এর Mumbai Indians লাগাতার চার ম্যাচ হারলেও পাশে দাঁড়ালেন মালকিন
পাঁচবারের আইপিএল জয়ী দলের শুরুটা নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক হয়েছে। যদিও প্রতিবারই মুম্বইয়ের শুরুটা খুব একটা ভাল হয় না।
নিজস্ব প্রতিবেদন: একাধিক ক্রিকেট পন্ডিতদের মতে এ বারের আইপিএল-এ (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নাকি স্বপ্নের কামব্যাক সম্ভব নয়। বোলিং বিভাগ অতীতের তুলনায় অনেক পিছিয়ে। পর পর চার ম্যাচ হেরে মারাত্মক চাপে মুম্বই। তবুও রোহিত শর্মার (Rohit Sharma) দলের পাশে রয়েছেন মালকিন নীতা আম্বানি (Nita Ambani)। সেই ভিডিও দলের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে।
নীতা আম্বানি বলেছেন, "এর আগেও আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিতেছি। তাই সবাইকে একজোট হয়ে থাকতে হবে। তাহলেই আমরা এই লড়াই জিততে পারব। আমার পূর্ণ সমর্থন পাবে তোমরা। নিজেদের ওপর বিশ্বাস রেখ। আমরা সর্বত্র তোমাদের পাশে আছি।" ২০১৫ সালেও আইপিএল-এর শুরুতে পর পর চার ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবলের দুইয়ে শেষ করে প্লে-অফে গিয়েছিল তারা। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলেন রোহিত শর্মারা। ২০১৪ সালেও প্রথম পাঁচ ম্যাচ হারের পর পঞ্জাবের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল মুম্বই। বুধবার রোহিতদের পরবর্তী প্রতিপক্ষ সেই পঞ্জাব কিংসই।
— Mumbai Indians (@mipaltan) April 10, 2022
Mumbai Indians (@mipaltan) April 10, 2022
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সাত উইকেটে হেরেছিল মুম্বই। পাঁচবারের আইপিএল জয়ী দলের শুরুটা নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক হয়েছে। যদিও প্রতিবারই মুম্বইয়ের শুরুটা খুব একটা ভাল হয় না। তারা বরাবরই পিছন থেকে এসে লড়াইয়ে যোগ দেয়। কিন্তু এবার নতুন দল নিয়ে হিমশিম খাচ্ছেন রোহিত। এখনও দলটা সংগঠিত নয়। আইপিএলের পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে মুম্বই।
এই ম্যাচ থেকেই কি ভাগ্যের চাকা ঘুরবে মুম্বইয়ের? দলের মালকিন নীতা আম্বানির মোটিভেশন পাওয়ার পর রোহিত শর্মার দল ঘুরে দাড়াতে মরিয়া।
আরও পড়ুন: IPL 2022 Playoffs: Eden Gardens-এ প্লে-অফের কটা ম্যাচ? ফাইনাল কোথায়? জেনে নিন
আরও পড়ুন: IPL 2022, RCBvsCSK: Faf du Plessis, Virat Kohli-র দল কেন কালো আর্মি ব্যান্ড বেঁধে মাঠে নামল?