সচিন তেন্ডুলকরের বিচারে সেরা বিপক্ষ অধিনায়ক কে জানেন?
তিনি সচিন তেন্ডুলকর। নিজেও ছিলেন দেশের ক্রিকেট অধিনায়ক। আবার খেলেছেন শ্রীকান্ত থেকে আজাহারউদ্দিন কিংবা সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। সেই সচিন তেন্ডুলকরের বিচারে সেরা বিপক্ষ ক্যাপ্টেন কে? মাস্টার ব্লাস্টার বেঁছে নিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনকেই। সচিন বলেছেন, `আমি যে অধিনায়কদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে নাসেরই সেরা। হ্যাঁ, ও আমার বিরুদ্ধে জাইলসকে দিয়ে নেগেটিভ বোলিং করিয়েছে। তবুও বলব, ওই সেরা। কারণ, কোনও শট মারার পর নাসের সেখানে ফিল্ডার পাঠাত না। বরং, নিখুঁত অনুমানদক্ষতায় আগে থেকেই সেখানে ফিল্ডার রাখতো। ও যেন বুঝতে পারতো ব্যাটসম্যান কোথায় শট খেলবে।`
ওয়েব ডেস্ক: তিনি সচিন তেন্ডুলকর। নিজেও ছিলেন দেশের ক্রিকেট অধিনায়ক। আবার খেলেছেন শ্রীকান্ত থেকে আজাহারউদ্দিন কিংবা সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। সেই সচিন তেন্ডুলকরের বিচারে সেরা বিপক্ষ ক্যাপ্টেন কে? মাস্টার ব্লাস্টার বেঁছে নিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনকেই। সচিন বলেছেন, 'আমি যে অধিনায়কদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে নাসেরই সেরা। হ্যাঁ, ও আমার বিরুদ্ধে জাইলসকে দিয়ে নেগেটিভ বোলিং করিয়েছে। তবুও বলব, ওই সেরা। কারণ, কোনও শট মারার পর নাসের সেখানে ফিল্ডার পাঠাত না। বরং, নিখুঁত অনুমানদক্ষতায় আগে থেকেই সেখানে ফিল্ডার রাখতো। ও যেন বুঝতে পারতো ব্যাটসম্যান কোথায় শট খেলবে।'
আরও পড়ুন অশ্বিনের মোকাবিলা করার জন্য গেমপ্ল্যান রেডি ওয়ার্নারের
সেরা অস্ট্রেলিয়ার অধিনায়ক কে? এই প্রশ্নের উত্তরে বেশিরভাই বেঁছে নেন স্টিভ ওয়া কিংবা রিকি পন্টিংকে। কিন্তু সচিন তেন্ডুলকর বলেছেন, 'আমার বিচারে সেরা অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কই। আর দক্ষিণ আফ্রিকার হলে বলব, গ্রেম স্মিথের কথা।'
আরও পড়ুন বিরাট আর স্মিথই তাঁর প্রেরণা, জানালেন নতুন ইংরেজ অধিনায়ক জো রুট