হেরে লা লিগার খেতাবি দৌড়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

লা লিগার খেতাবি দৌড়ে বড় সড় ধাক্কা খেল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ডেপোর্টিভো লা করুনার কাছে এক-দুই গোলে হেরে গেলেন লিওনেল মেসিরা। গত বছরের অক্টোবরের পর লা লিগায় এটাই বার্সার প্রথম হার। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের বিরুদ্ধে ঐতিহাসিক কামব্যাকের পর লা লিগাতেও মেসিদের নিয়ে প্রত্যাশাটা একলাফে অনেকটা বেড়ে গেছিল। তবে নেইমারের অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই ফিকে লাগছিল মেসিদের। প্রথমার্ধে হোসেলুর গোলে পিছিয়েও পড়তে হয় তাঁদের। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই সুয়ারেজের ট্রেডমার্ক গোলে সমতা ফেরায় বার্সা। তবে আরও এনরিকের দলকে ডোবাল তাঁর দলের ডিফেন্স। সেটপিসে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যেতে হল এনরিকের দলকে। শেষদিকে সুয়ারেজ গোল মিস না করলে অন্তত এক পয়েন্ট পেতে পারত বার্সা।

Updated By: Mar 13, 2017, 09:07 PM IST
হেরে লা লিগার খেতাবি দৌড়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

ব্যুরো: লা লিগার খেতাবি দৌড়ে বড় সড় ধাক্কা খেল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ডেপোর্টিভো লা করুনার কাছে এক-দুই গোলে হেরে গেলেন লিওনেল মেসিরা। গত বছরের অক্টোবরের পর লা লিগায় এটাই বার্সার প্রথম হার। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের বিরুদ্ধে ঐতিহাসিক কামব্যাকের পর লা লিগাতেও মেসিদের নিয়ে প্রত্যাশাটা একলাফে অনেকটা বেড়ে গেছিল। তবে নেইমারের অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই ফিকে লাগছিল মেসিদের। প্রথমার্ধে হোসেলুর গোলে পিছিয়েও পড়তে হয় তাঁদের। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই সুয়ারেজের ট্রেডমার্ক গোলে সমতা ফেরায় বার্সা। তবে আরও এনরিকের দলকে ডোবাল তাঁর দলের ডিফেন্স। সেটপিসে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যেতে হল এনরিকের দলকে। শেষদিকে সুয়ারেজ গোল মিস না করলে অন্তত এক পয়েন্ট পেতে পারত বার্সা।

.