FIFA The Best: মনোনীত মেসি-এমবাপে-বেঞ্জেমা, অনুষ্ঠানের আগের দিনই ফাঁস বিজয়ীর নাম!

FIFA The Best Award results leak reveals winner:  ফিফা 'দ্য বেস্ট' পুরস্কার তুলে দিতে চলেছে প্য়ারিসে। অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম! এমবাপে-বেঞ্জেমাকে হারিয়ে লিওনেল মেসিই জিততে চলেছেন এই পুরস্কার। এমনই দাবি আর্জেন্টাইন সাংবাদিকের।  

Updated By: Feb 27, 2023, 04:53 PM IST
FIFA The Best: মনোনীত মেসি-এমবাপে-বেঞ্জেমা, অনুষ্ঠানের আগের দিনই ফাঁস বিজয়ীর নাম!
ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এবার বর্ষসেরাদের বেছে নিতে চলেছে। আগামিকাল অর্থাৎ সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে 'ফিফা দ্য বেস্ট' (FIFA The Best) অনুষ্ঠান। ভারতীয় সময়ে দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস (The Best awards ) দেওয়া শুরু হবে রাত দেড়টা থেকে। বর্ষসেরা ফুটবলার (The Best FIFA Men's Player) হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও করিম বেঞ্জেমা (Karim Benzema)। চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। লে'কিপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'ওর জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি। রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'ওরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'। 

আরও পড়ুনWATCH | Cristiano Ronald Hattrick: আবার বলে বলে তিন গোল! নিন্দুকদের মুখে রোজ ঝামা ঘষছেন রোনাল্ডো...

মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি ওঠে, তাহলে ২০১৯ সালের পর তিনি দ্বিতীয়বারের জন্য পাবেন এই পুরস্কার। কাতারে মেসি কাঙ্খিত বিশ্বকাপটি হাতে তোলেন। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন সোনার বল। কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন,মেসির তে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.