নেই নেইমার, পোগবা, বুঁফো? কাঁদের নিয়ে বিশ্ব একাদশ সাজাবে ফিফা?
ফিফার বিশ্ব একাদশে নেই নেইমার। জায়গা পাননি পল পোগবা এবং বুঁফোও। সোমবার বর্ষসেরা ফুটবলার ঘোষণার দিন বিশ্ব একাদশের ঘোষণা করবে ফিফা। তবে একটি সংবাদপত্র দাবি করেছে বিশ্ব ফুটবলের তিন সেরা তারকা ছাড়াই দল সাজিয়েছে ফিফা। গতবছর ফিফার বিশ্ব একাদশে ছিলেন নেইমার এবং পোগবা। দুহাজার ষোলতে দুরন্ত পারফর্ম করেছেন নেইমার। দেশকে অলিম্পিক চ্যাম্পিয়ন করার পাশাপাশি বার্সেলোনার হয়ে জোড়া খেতাব জিতেছেন। ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হিসাবে গতবছর জুভেন্টাস থেকে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন পোগবা। বুঁফোও গতবছর দুরন্ত পারফরমেন্স করেছেন। আরও পড়ুন- কোচের ভূমিকায় রাজপুত্র
![নেই নেইমার, পোগবা, বুঁফো? কাঁদের নিয়ে বিশ্ব একাদশ সাজাবে ফিফা? নেই নেইমার, পোগবা, বুঁফো? কাঁদের নিয়ে বিশ্ব একাদশ সাজাবে ফিফা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/09/75614-fifa-team.jpg)
ব্যুরো: ফিফার বিশ্ব একাদশে নেই নেইমার। জায়গা পাননি পল পোগবা এবং বুঁফোও। সোমবার বর্ষসেরা ফুটবলার ঘোষণার দিন বিশ্ব একাদশের ঘোষণা করবে ফিফা। তবে একটি সংবাদপত্র দাবি করেছে বিশ্ব ফুটবলের তিন সেরা তারকা ছাড়াই দল সাজিয়েছে ফিফা। গতবছর ফিফার বিশ্ব একাদশে ছিলেন নেইমার এবং পোগবা। দুহাজার ষোলতে দুরন্ত পারফর্ম করেছেন নেইমার। দেশকে অলিম্পিক চ্যাম্পিয়ন করার পাশাপাশি বার্সেলোনার হয়ে জোড়া খেতাব জিতেছেন। ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হিসাবে গতবছর জুভেন্টাস থেকে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন পোগবা। বুঁফোও গতবছর দুরন্ত পারফরমেন্স করেছেন। আরও পড়ুন- কোচের ভূমিকায় রাজপুত্র