Shahid Afridi on Taliban: তালিবানিদের মধ্যে ইতিবাচক মানসিকতা দেখছেন আফ্রিদি!
তালিবানিদের ভূয়সী প্রশংসা করলেন আফ্রিদি।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) এমন একজন ব্যক্তিত্ব, যিনি সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করেন। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানানোর পরেও খবরে থাকেন পাক লালা। বিতর্কের সঙ্গেই আফ্রিদি হাত ধরাধরি করে চলেন। এবার তালিবানিদের ভূয়সী প্রশংসা করে আলোচনায় 'বুম বুম'।
(@nailainayat) August 30, 2021
আরও পড়ুন: CFL 2021: ইস্ট-মোহনের সিআরএস খুলে গেল, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছে আইএফএ!
আফ্রিদি পাক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "তালিবানরা অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। ওরা মহিলাদের কাজ করতে দিচ্ছে। তাদের চাকরি দিচ্ছে। আমি বিশ্বাস করি ওরা ক্রিকেটও খুব পছন্দ করে। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান সিরিজকেও সমর্থন করছেন তাঁরা।" এহেন মন্তব্য করেই বিতর্কের ঝড় তুলে দিয়েছেন আফ্রিদি। অন্যদিকে আফ্রিদি জানিয়েছেন যে, তিনি হয়তো আরও একটি পাকিস্তান সুপার লিগ খেলবেন। কুয়েতা গ্ল্যাডিয়েটর্সের হয়েই খেলতে পছন্দ করবেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)