ঘুমের মাঝেই, 'ঘুমের দেশে' চলে গেলেন ফুটবলার
ম্যাচের আগের দিন রাতে ঘুমের মাঝেই মৃত্যু হল ফিওরেন্তিনার অধিনায়ক ডেভিড আসতোরির। শনিবার তো তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে কি হয়েছিল ৩১ বছর বয়সী আসতোরির ?
নিজস্ব প্রতিবেদন : ম্যাচের আগের দিন রাতে ঘুমের মাঝেই মৃত্যু হল ফিওরেন্তিনার অধিনায়ক ডেভিড আসতোরির। শনিবার তো তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে কি হয়েছিল ৩১ বছর বয়সী আসতোরির ?
ইতালির সিরি আ লিগে রবিবার উদিনেসের বিরুদ্ধে ম্যাচ খেলতে আগেই উদিনে পৌঁছেছিল ফিওরেন্তিনা। কিন্তু সেই ম্যাচ আর খেলা হল না ফিওরেন্তিনার অধিনায়ক ডেভিড আসতোরির। উদিনের লা দি মোরিত হোটেলের ঘর থেকে রবিবার সকালে আসতোরিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘুমের মাঝেই ঘুমের দেশে চলে গেলেন ফিওরেন্তিনা অধিনায়ক।
La Fiorentina profondamente sconvolta si trova costretta a comunicare che e' scomparso il suo capitano Davide Astori, colto da improvviso malore.
Per la terribile e delicata situazione, e soprattutto per rispetto della sua famiglia si fa appello alla sensibilità di tutti. pic.twitter.com/bFGnkReWEC
— ACF Fiorentina (@acffiorentina) March 4, 2018
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে রবিবার আসতোরির মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে। ইতালির জাতীয় দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছিলেন তিনি। আসতোরির মৃত্যুর পর এদিন উদিনেসের সঙ্গে ফিওরেন্তিনার ম্যাচটি বাতিল করা হয়। আসতোরিকে শ্রদ্ধা জানাতে, সিরি আ লিগের বাকি ম্যাচও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন - মেসিকে টপকে ট্রিপল সেঞ্চুরিতে রেকর্ড রোনাল্ডোর