সুশীল কুমারের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিস

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে সুশীল কুমার ও প্রবীণ রানার সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে ‌যায়

Updated By: Dec 30, 2017, 09:25 PM IST
সুশীল কুমারের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিস

নিজস্ব প্রতিবেদন: এফআইআর হল অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমার ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। মধ্য দিল্লির ডিসিপি এমএস রানধাওয়া ওই এফআইআর-এর কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

কেন এই এফআইআর? পুলিস সূত্রে খবর, শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামী বছর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের জন্য খেলোয়াড় নির্বাচন হচ্ছিল। সেখানেই সুশীল কুমার ও অন্য এক কুস্তিগির প্রবীণ রানার সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে ‌যায়।

আরও পড়ুন-উলুবেড়িয়া উপনির্বাচনে বিজেপির 'সম্ভাব্য প্রার্থী'কেই দলে টেনে মুকুলকে ধাক্কা দিল তৃণমূল

এদিন কোয়ালিফাইং রাউন্ডে প্রবীণ কুমারের বিরুদ্ধে সেমিফাইনালে ৭-৩ গেমে জয়ী হন সুশীল কুমার। তার পরই দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে ‌যায়।পুলিসের দাবি ৪০ জনের একটি দল ওয়ার্মআপ হল-এ এসে ব্যাপক ভাঙচুর করে।  

উল্লেখ্য, দেশের অন্যতম কুস্তিগির সুশীল কুমার সম্প্রতি চোট সারিয়ে রিংয়ে ফিরেই কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

.