IPL 2021: ফ্যানের চোখে তিনিই প্রথম 'ফোরডি প্লেয়ার'! ম্যাক্সওয়েলের জন্য মিম বন্যা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে তিনি ব্যাটিং সম্পদ হয়ে গিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: দলবদলের সঙ্গেই গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বসে যাওয়া রথের চাকাও ঘুরে গিয়েছে। চোদ্দদশ আইপিএলে আগুনে ফর্মে আছেন অজি অলরাউন্ডার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে তিনি ব্যাটিং সম্পদ হয়ে গিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে ম্যাক্সওয়েল ৩৭ বলে ৫৬ রানের আগুনে ইনিংস খেলেছেন। ম্য়াক্সওয়েলের ব্যাটিংয়ের থেকেও অনেক বেশি আলোচনা হয়েছে তাঁর সুইচ হিটগুলি নিয়ে। যা ফ্যানেদের মন কেড়ে নিয়েছে।
Glen Maxwell bowls well, fields well and bats well with both the hands. He is the first 4D player.
(@sagarcasm) September 26, 2021
Glenn Maxwell batting #RCBvMI pic.twitter.com/Q6Ol1WLom4
(@ChloeAmandaB) September 26, 2021
Glenn Maxwell's batting be like: pic.twitter.com/l8WwBy3S8S
(@sagarcasm) September 26, 2021
Glenn Maxwell playing against MI#MIvsRCB pic.twitter.com/LzMbVOABdX
(@1sInto2s) September 26, 2021
আরও পড়ুন: IPL 2021: রাজস্থান অধিপতির নয়া নজির, যা ছিল ধাওয়ানের তা এখন স্যামসনের!
ক্রুনাল পাণ্ডিয়া থেকে রাহুল চাহার ও অ্যাডাম মিলনেকে ম্যাক্সওয়েল জোড়া ছয় ও একটি চার মেরেছেন। হাত বদলে উইকেটের স্কোয়ার দিকে বল উড়িয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল উল্টো হাতে যেভাবে শটগুলি নিয়েছেন, সোজা হাতেও তা মারা রীতিমতো কঠিন। একজন ফ্যান তো আবার ম্যাক্সওয়েলকে প্রথম 'ফোরডি প্লেয়ার' বলেও আখ্যা দিয়েছেন।
গত রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরসিবি-র ১৬৫ রান তাড়া করতে নেমে মুম্বই মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ম্যাক্সওয়েলের ব্যাটে হাতে ছাপ রাখার পর বল হাতেও কামাল করেন। জোড়া উইকেট তুলে নেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)