কেপটাউনের হাসপাতালে ভর্তি জাদেজা, 'ম্যাচ ফিট' ধাওয়ান
"৪৮ ঘণ্টা ধরে ভাইরাল জ্বরে ভুগছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিসিসিআই-এর মেডিক্যাল দল তাঁর দেখভাল করছে। পরামর্শ নেওয়া হচ্ছে সেখানকার চিকিৎসকদেরও। হাসপাতালে রেখেই রবীন্দ্র জাদেজার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা।"
ওয়েব ডেস্ক: মেন্ডেলার দেশে সিরিজ শুরুর আগে রোগ-বালাইয়ে জেরবার ভারতীয় দল। প্রথমে গোড়ালিতে চোট পেয়ে ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছিলেন শিখর ধাওয়ান। এবার অসুস্থ হয়ে কেপটাউনের হাসপাতালে ভর্তি হলেন বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে মিতালি 'রাজ' চান শাহরুখ
বিসিসিআই প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী, "৪৮ ঘণ্টা ধরে ভাইরাল জ্বরে ভুগছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিসিসিআই-এর মেডিক্যাল দল তাঁর দেখভাল করছে। পরামর্শ নেওয়া হচ্ছে সেখানকার চিকিৎসকদেরও। হাসপাতালে রেখেই রবীন্দ্র জাদেজার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা।" সঙ্গে বিসিসিআই আরও জানিয়েছে, "আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জাদেজা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।"
আরও পড়ুন- সচিনের পরামর্শে ক্রিকেটে ফিরেছেন কাম্বলি
অন্যদিকে ভারতের জন্য খানিক স্বস্তি এনে দিয়েছেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে এই তারকা ওপেনারকে। শিখর 'ম্যাচ ফিট' শংসাপত্র পেলেও ৫ জানুয়ারি থেকে শুরু কেপটাউন টেস্টে জাদেজাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বোর্ড সূত্রের খবর অনুযায়ী ৫ জানুয়ারি সকালেই জাদেজাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।