৭২ দিনের সফরে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা আসছে ভারতে, কলকাতায় টি২০- (পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি)

৭২ দিনের লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আসছে ভারতে...সেপ্টেম্বরের শেষে সপ্তাহ থেকে শুরু এবি ডেভিলয়ার্সের দলের ভারত সফর..সফরে মোট ৩টি টি টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও চারটি টেস্ট ম্যাচ খেলবেন ডেভিলয়ার্সরা...এত বড় ভারত সফর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এর আগে করেনি...ভারতে একটা সিরিজে চারটে টেস্টও এর আগে খেলেনি প্রোটিয়ারা...সব কিছু ঠিকঠাক থাকলে তার সেকেন্ড হোম বেঙ্গালুরুতে শততম টেস্ট ম্যাচ খেলবেন ডেভিলিয়ার্স...আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ডেভিলিয়ার্সের কাছে বেঙ্গালুরুর মাঠ সেকেন্ড হোমেরই মত...

Updated By: Jul 27, 2015, 05:12 PM IST
৭২ দিনের সফরে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা আসছে ভারতে, কলকাতায় টি২০- (পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি)

ওয়েব ডেস্ক: ৭২ দিনের লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আসছে ভারতে। সেপ্টেম্বরের শেষে সপ্তাহ থেকে শুরু এবি ডেভিলয়ার্সের দলের ভারত সফর..সফরে মোট ৩টি টি টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও চারটি টেস্ট ম্যাচ খেলবেন ডেভিলয়ার্সরা। এত বড় ভারত সফর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এর আগে করেনি। ভারতে একটা সিরিজে চারটে টেস্টও এর আগে খেলেনি প্রোটিয়ারা। সব কিছু ঠিকঠাক থাকলে তার সেকেন্ড হোম বেঙ্গালুরুতে শততম টেস্ট ম্যাচ খেলবেন ডেভিলিয়ার্স। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ডেভিলিয়ার্সের কাছে বেঙ্গালুরুর মাঠ সেকেন্ড হোমেরই মত।

এদিকে, ওযানডে, টেস্ট নয় কলকাতায় হবে তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের ধর্মশালায় ২ অক্টোবরের টি২০ ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার সফর। তার আগে অবশ্য দিল্লিতে একটি প্রস্তুতি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সফর শেষ হবে চার ম্যাচের সিরিজের শেষ টেস্ট দিল্লিতে..যা শুরু হবে ৩ ডিসেম্বর।

ক্রীড়াসূচি-
টি২০ সিরিজ

২ অক্টোবর(শুক্রবার)- প্রথম টি২০-ধর্মশালা (দুপুর ১.৩০টা)
৫ অক্টোবর (সোমবার)-দ্বিতীয় টি২০-কটক (দুপুর ১.৩০টা)
৮ অক্টোবর (বৃহস্পতিবার)-তৃতীয় টি২০-কলকাতা (দুপুর ১.৩০টা)

ওয়ানডে সিরিজ
১১ অক্টোবর (রবিবার)-প্রথম ওয়ানডে-কানপুর (সকাল ৯টা)
১৪ অক্টোবর (বুধবার)-দ্বিতীয় ওয়ানডে-ইন্দোর (দুপুর ১.৩০টা)
১৮ অক্টোবর (রবিবার)-তৃতীয় ওযানডে- রাজকোট (দুপুর ১.৩০টা)
২২ অক্টোবর (বৃহস্পতিবার)-চতুর্থ ওয়ানডে-চেন্নাই- (দুপুর ১.৩০টা)
২৫ অক্টোবর (রবিবার)-পঞ্চম ওয়ানডে-মুম্বই- (দুপুর ১.৩০টা)

টেস্ট সিরিজ
৯ নভেম্বর (সোমবার)থেকে শুরু-প্রথম টেস্ট- মোহালি
১৪ নভেম্বর (বুধবার) থেকে শুরু-দ্বিতীয় টেস্ট-বেঙ্গালুরু
২৫ নভেম্বর (বুধবার) থেকে শুরু-তৃতীয় টেস্ট-নাগপুর
৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু-চতুর্থ টেস্ট দিল্লি

 

.