করোনার টিকা নিলেন ফুটবল সম্রাট Pele

পেলে ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন এবং ফিফা থেকেও তাকে ইতিমধ্যেই সর্বকালের সেরা আখ্যা দেওয়া হয়েছে।

Updated By: Mar 3, 2021, 02:39 PM IST
করোনার টিকা নিলেন ফুটবল সম্রাট Pele

নিজস্ব প্রতিবেদন - করোনার টিকা নিলেন ফুটবলের কিংবদন্তি পেলে। টিকা নিয়েই সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার জন্য আবেদন জানালেন ব্রাজিলকে ৩ বার বিশ্বচ্যাম্পিয়ন করা এই প্রাক্তন ফুটবলার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিজের টিকা নেওয়ার ছবি পোস্ট করে এই খবর জানান ফুটবল সম্রাট পেলে।

আরও পড়ুন - চলতি মাসের মাঝামাঝি গোয়াতে বিয়ে করছেন Jasprit Bumrah?

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘আজ একটি অবিস্মরণীয় দিন। আমি করোনার টিকা নিলাম। মহামারি এখনও চলে যায়নি। আমাদের যাবতীয় নির্দেশ ও নিয়মানুবর্তিতা মেনে চলা উচিৎ যতক্ষণ না প্রায় সবাই টিকা নিয়ে নিচ্ছেন। বারবার নিজেদের হাত ধুতে থাকুন এবং যত বেশী সম্ভব বাড়িতে থাকুন। বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পড়ুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের পাশে থাকুন তাহলে এই সময়টা আমরা পেরিয়ে যাব।’’ এখনও পর্যন্ত ব্রাজিলে ২ লক্ষ ৫৭ হাজার ৩৬১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

পেলে ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন এবং ফিফা থেকেও তাকে ইতিমধ্যেই সর্বকালের সেরা আখ্যা দেওয়া হয়েছে।

.