IPL আর PSL-এর মধ্যে কাকে বেশি নম্বর দিলেন প্রাক্তন অজি তারকা, জেনে নিন

IPL এবং  PSL দুটি লিগকে ১০ এর মধ্যে কত নম্বর দেবেন আপনি?

Updated By: Mar 16, 2020, 01:28 PM IST
IPL আর PSL-এর মধ্যে কাকে বেশি নম্বর দিলেন প্রাক্তন অজি তারকা, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:  একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যদিকে পাকিস্তান সুপার লিগ। দুয়ের মধ্যে তুলনা একেবারেই চলে না, এমনটাই মত বিশেষজ্ঞদের। কিন্তু প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ অন্য পথে হাঁটলেন। ১০ এর মধ্যে IPLআর PSL-দুটি লিগকে কত নম্বর দিলেন হগ জেনে নিন।

একজন ক্রিকেট সমর্থক হিসেবে আইপিএল আর পিএসএল-কে ১০ এর মধ্যে একই নম্বর দিলেন ব্র্যাড হগ। তাঁর কাছে দুটিই সমান সমান। আর তাতে বেশ অবাকই হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টুইটারে প্রশ্ন-উত্তর পর্বে ভক্তদের একটি প্রশ্ন ছিল ব্র্যাড হগের কাছে, IPL এবং  PSL দুটি লিগকে ১০ এর মধ্যে কত নম্বর দেবেন আপনি?

উত্তরে ব্র্যাড হগ বলেছেন, "দুটি লিগকেই দশের মধ্যে নয় দিলাম। পাকিস্তান সুপার লিগের মধ্যে দিয়ে আবার ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। অন্যদিকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে আইপিএলের।"

আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী বেছে দিলেন ব্রায়ান লারা

Tags:
.