বাংলাদেশের প্রথম বাঁ হাতি স্পিনার প্রয়াত

বাঁ হাতি স্পিনার স্পিনার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এই ক্রিকেটার।

Updated By: Jun 19, 2020, 03:49 PM IST
বাংলাদেশের প্রথম বাঁ হাতি স্পিনার প্রয়াত

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশে বাঁ হাতি স্পিনের জনক রামচাঁদ গোয়ালা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। নব্বইয়ের দশকে মাঝামাঝি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিদায় নেন রামচাঁদ। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আবাহনীতে দীর্ঘ ১৫ বছর খেলেন গোয়ালা। তার আগে তিনি খেলতেন ঢাকার টাউন ক্লাবে। বাঁ হাতি স্পিনার স্পিনার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এই ক্রিকেটার।

জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন রামচাঁদ গোয়ালা। ভারতের বাংলা ক্রিকেট দল এবং শ্রীলঙ্কার টেস্ট দলের বিরুদ্ধে খেলেছিলেন। আউট করেছিলেন অর্জুনা রনতুঙ্গাকে। ক্রিকেটই ছিল একসময় তাঁর ধ্যানজ্ঞান। নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলার কাজেও তিনি যোগ দেব। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে দূরত্ব তৈরি হয় রামচাঁদের।

আরও পড়ুন - ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল বিক্রির অভিযোগ উড়িয়ে দিলেন দুই লঙ্কা অধিনায়ক

.