ISL 2020-21: Boxing Day'তে চেন্নাইয়নের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ফাউলারের SC East Bengal
গতবারের ফাইনালিস্টদের বিরুদ্ধে নামার আগে সেই তিন পয়েন্টের খোঁজেই লাল-হলুদের ব্রিটিশ কোচ। জিতেই বছর শেষ করতে চাইছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।
নিজস্ব প্রতিবেদন: আইএসএলে ছয় ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা নেই রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। বক্সিং ডে-তে চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। গতবারের ফাইনালিস্টদের বিরুদ্ধে নামার আগে সেই তিন পয়েন্টের খোঁজেই লাল-হলুদের ব্রিটিশ কোচ। জিতেই বছর শেষ করতে চাইছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।
SC East Bengal look to end the year on a high and bag their elusive first win when they host Chennaiyin FC in their 7th Hero Indian Super League fixture at Tilak Maidan, Vasco on Saturday.#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #SCEBCFChttps://t.co/lr1JhEJbaI
— SC East Bengal (@sc_eastbengal) December 25, 2020
আগের ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ৯৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করতে হয়েছে রবি ফাউলারের (Robbie Fowler) দলকে। ক্রিসমাসেও ফুটবলারদের ছুটি দেননি ফাউলার। শনিবার তিলক ময়দানে (Tilak Maidan) চেন্নাইয়ন এফসি-র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মাঘোমা, পিলকিংটনরা।
আরও পড়ুন- মেসির গোল হজমের পুরস্কার, ১৬০ গোলকিপারকে ক্রিসমাসে বিয়ার উপহার
ম্যাচের আগের দিন রবি ফাউলার (Robbie Fowler) বলেন, " গোল হজম করতে কার ভালো লাগে। কোচ হিসেবে গোল হজম করাটা আমার কাছে আরও বেশি হতাশার। বিশেষ করে ওই শেষ মুহূর্তে। আগের ম্যাচে অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম। আগেম ম্যাচের মতো মানসিকতা যদি এই ম্যাচে ছেলেরা দেখাতে পারে তাহলে আমার বিশ্বাস আমরা অনেক পয়েন্ট জিততে পারব। আমাদের শিবির এখন মানসিকভাবে চাঙ্গা রয়েছে। মানসিকভাবে আমরা এখন বেশ চাঙ্গা।" ফাউলার আরও বলেন, "ছবিটা পাল্টাতে শুরু করেছে। আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। দলের প্রত্যেকে ১২০ শতাংশ তৈরি।"
প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসি (Chennaiyin FC) ৬টা ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে রয়েছে। আগের ম্যাচেই এফসি গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাইয়ন এফসি। চেন্নাইয়নের কোচ কাসাবা লাজোলার নিজেদের পেভারিট মানতে নারাজ। তিনি বলেন, " ম্যাচটা কঠিন হবে। ওরা (এসসি ইস্টবেঙ্গল) নতুন দল ঠিকই, কিন্তু দ্রুত মানিয়ে নিচ্ছে। সবসময়ই চাপ নিয়ে মাঠে নামতে হয়।"
আরও পড়ুন- "ট্রফি পেলেই উপহার" বড়দিনে মহমেডানে বড় দায়িত্ব নিয়ে বললেন Sankarlal