ফুটবলকে বিদায় জানিয়ে রোমার ডিরেক্টর নিযুক্ত হলেন ফ্রান্সিসকো টোটি
![ফুটবলকে বিদায় জানিয়ে রোমার ডিরেক্টর নিযুক্ত হলেন ফ্রান্সিসকো টোটি ফুটবলকে বিদায় জানিয়ে রোমার ডিরেক্টর নিযুক্ত হলেন ফ্রান্সিসকো টোটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/18/89371-totti18-7-17.jpg)
ওয়েব ডেস্ক: ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সিসকো টোটি। শেষ হল ২৫ বছরের এক দুর্দান্ত ফুটবল কেরিয়ার। গত মরশুমে রোমার হয়ে জেনোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে শেষবার মাঠে নেমেছিলেন এই ইতালিয়ান ফুটবলার। এখন তাঁর বয়স ৪০ বছর। প্রশ্ন হল, ফুটবল ছাড়ার পর কী করবেন টোটি? জানিয়েও দিয়েছেন। বলা ভাল সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন। তিনি এখন এএস রোমার টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন।
আরও পড়ুন স্বপ্নের একাদশে ওপেনিং পার্টনার হিসেবে গেইল বিশ্বের কাকে চান জানেন?
শেষ বার মাঠ ছাড়ার সময় কেঁদে ফেলেছিলেন টোটি। তারপর একটি বলে অটোগ্রাফ দিয়ে, সেটিকে উড়িয়ে দিয়েছিলেন গ্যালারিতে তাঁর ভক্তদের উদ্দেশ্য। টোটি বলেছেন, '২০১৭-এর ২৮ মে শেষবার মাঠে নেমেছিলাম খেলতে। আমার কাছে একটা ঐতিহাসিক দিন ছিল সেটা। খুব আবেগেরও বটে। সেদিন ভক্তদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।' এএস রোমা ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, টোটি যে প্যাশন নিয়ে দীর্ঘদিন ক্লাবের হয়ে ফুটবল খেলে গিয়েছেন, ক্লাবের ডিরেক্টর হিসেবেও তিনি একইরকম প্যাশন নিয়ে কাজ করবেন। টোটি নিজেও বলেছেন, 'ফুটবলার হিসেবে জীবনের প্রথম পর্বটা পেরিয়ে এলাম। এবার দ্বিতীয় পর্ব শুরু করছি। একইরকমভাবে নিজের সেরাটাই দেব।'