জয়াবর্ধনে থেকে টম মুডি! কোহলিদের কোচ হওয়ার জন্য তারকাদের লম্বা তালিকা

ইতিমধ্যেই কোহলিদের কোচ হওয়ার জন্য হাইপ্রোফাইল কোচেরা আবেদন জানিয়েছেন।

Updated By: Jul 24, 2019, 12:25 PM IST
জয়াবর্ধনে থেকে টম মুডি! কোহলিদের কোচ হওয়ার জন্য তারকাদের লম্বা তালিকা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ নিয়োগের বিজ্ঞাপণ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রবি শাস্ত্রীর পর কে হবেন কোহলিদের নতুন কোচ? ভারতীয় কোচের হটসিটে কে বসবেন? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট সার্কিটে। সূত্রের খবর, ইতিমধ্যেই কোহলিদের কোচ হওয়ার জন্য হাইপ্রোফাইল কোচেরা আবেদন জানিয়েছেন। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুলাই।

হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য ১৬ জুলাই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপণ দেয় বিসিসিআই। বোর্ডের বিজ্ঞাপণে ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে-
(১) কোহলিদের দায়িত্ব নিতে হলে দু'বছর টেস্ট খেলিয়ে দেশের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা প্রয়োজন। অথবা অ্যাসোসিয়েট দেশ, আইপিএল বা সমতুল্য কোনও আন্তর্জাতিক লিগ কিংবা প্রথম শ্রেণির দল কিংবা জাতীয় এ দলের হয়ে অন্তত তিন বছর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
(২) ৩০টি টেস্ট কিংবা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে।
(৩) অবশ্যই বয়স হতে হবে ৬০-এর নিচে।

ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। ২০১৭ সালে আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হিসেবে যোগ দিয়ে তিনবছরে দুবার মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন জয়াবর্ধনে।

জয়াবর্ধনে ছাড়াও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন অজি তারকা টম মুডি। শ্রীলঙ্কার জাতীয় কোচের দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কোচিং করাচ্ছেন মুডি। ভারতীয় ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গেও বেশ সুসম্পর্ক রয়েছে মুডির।

তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন কোচ গ্যারি কারস্টেনও। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। তারপর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেরও কোচ হন তিনি। এরপর ভারতীয় ক্রিকেটে ফিরে এসে আইপিএলে দিল্লি ও বেঙ্গালুরুর হেড কোচ হিসেবে দায়িত্ব সামলান।

ফের কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে শোনা যাচ্ছে বীরেন্দ্র সেওয়াগের নাম। অনিল কুম্বলে পরবর্তী সময়েও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বীরু। সচিন-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটির সামনে ইন্টারভিউও দিয়েছিলেন তিনি। ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত কোহলির পছন্দের রবি শাস্ত্রী কোচ হন।

আরও পড়ুন - এক ম্যাচের নির্বাসন, সঙ্গে ১৫০০ ডলার জরিমানা হল মেসির!

রোহিত-কোহলিদের কোচ বেছে নিতে তিন সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করেছে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। সেই উপদেষ্টা কমিটিতে তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব ছাড়াও রয়েছেন অংশুমান গায়কোয়াড এবং শান্থা রঙ্গস্বামী।

.